জুমবাংলা ডেস্ক : যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে লিয়াজোঁ করে বিগত দিন সুখে-শান্তিতে কাটিয়েছে তাদের বিএনপিতে কোনো স্থান নেই বলে জানিয়েছেন দলটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, অ্যাড. কাজী আবুল খায়ের, তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবির, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিব প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে পৌরপার্কে উপস্থিত হন। পরে সেখান থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
সেলিমুজ্জামান সেলিম বলেন, দলের দুর্দিনে অনেক নেতা-কর্মী দলের পরিচয় দেননি, অথচ দলের সুদিনে সামান্য পদ নেওয়ার জন্য নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। শহীদ জিয়াউর রহমান যে দল সৃষ্টি করেছেন সেই দলে কোনো মোনাফেক, কোনো বেঈমান স্থান পাবে না। দলের ত্যাগীরা আগামী দিনে বিএনপির নেতৃত্বে থাকবেন। যারা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন সয়েও দলের সঙ্গে থেকেছেন, তাদেরই দল মূল্যায়ন করবে।
‘বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে লিয়াজোঁ করে সুখে-শান্তিতে কাটিয়েছে তাদের এ দলে কোনো স্থান নেই। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে আমাদের জিততে হবে। অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তাদের প্রতিহত করে এগিয়ে যেতে হবে। ’
ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না : পশ্চিমবঙ্গের মন্ত্রী
সেলিমুজ্জামান আরও বলেন, আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। যেখানে কোনো শোষণ ও দুর্নীতির স্থান হবে না। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সুখী সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।