লাইফস্টাইল ডেস্ক : আপনি আপনার আশেপাশে নিশ্চয়ই দেখেছেন যে যখনই কেউ কাঁদে তখনই তার চোখ দিয়ে জল পড়তে থাকে। বিজ্ঞানীরা বলেছেন চোখের জল ভালো। কান্না শুধু চোখের স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে। কিন্তু জানেন কি সুখ-দুঃখের সময় কোন চোখ থেকে প্রথম অশ্রু আসে? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ কোন দেশে মাঝরাতে সূর্য দেখা যায়?
উত্তরঃ নরওয়েতে মাঝরাতে সূর্য দেখা যায়। এ কারণে দেশটি নিশীথ সূর্যের দেশ নামেও পরিচিত।
২) প্রশ্নঃ কোন রক্তের গ্রুপ সবার রক্ত নিতে পারে?
উত্তরঃ AB+ রক্তের গ্রুপ সবার রক্ত নিতে পারে।
৩) প্রশ্নঃ কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয়?
উত্তরঃ করলা খেলে রক্ত পরিষ্কার হয়।
৪) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা কোনটি?
উত্তরঃ ক্যারোলিনা রিপার বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা।
৫) প্রশ্নঃ কোন দেশ সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে?
উত্তরঃ চীন দেশ সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে।
৬) প্রশ্নঃ কোন প্রাণীকে কৃষকের পরম বন্ধু বলা হয়?
উত্তরঃ কেঁচোকে কৃষকের পরম বন্ধু বলা হয়।
৭) প্রশ্নঃ কোন রাজ্যকে ‘ভারতের ঘুমন্ত রাজ্য’ বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশ ‘ভারতের ঘুমন্ত রাজ্য’ নামে পরিচিত।
৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে ছবি তোলা অপরাধ বললে গণ্য করা হয়?
উত্তরঃ তুর্কমেনিস্থানে ছবি তোলা অপরাধ বলে গণ্য করা হয়।
৯) প্রশ্নঃ কোন প্রাণী তার মুখ দিয়ে জল পান করে না?
উত্তরঃ একমাত্র ব্যাঙ তার মুখ দিয়ে জল পান করে না।
১০) প্রশ্নঃ জানেন সুখ-দুঃখের সময় কোন চোখ থেকে প্রথম অশ্রু আসে?
উত্তরঃ সুখের প্রথম অশ্রু ডান চোখ থেকে আসে এবং দুঃখের প্রথম অশ্রু বাম চোখ থেকে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।