বিনোদন ডেস্ক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’ সিনেমাটি নিয়ে সুখবর দিলেন টালিপাড়ার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারের কান চলচ্চিত্র উৎসবেই আসন্ন সিনেমাটির পোস্টার প্রকাশ হবে।
নিজের ইনস্টাগ্রামে শনিবার ( ২০ মে) সন্ধ্যায় ভক্তদের সঙ্গে এ সুখবরটি ভাগ করে নিয়েছেন অভিনেতা। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি দিয়ে তিনি লিখেছেন, দেবী চৌধুরাণী ছবির পোস্টার উন্মোচিত হবে আন্তর্জাতিক দর্শকের সামনে, ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে। কান-এর ভারতীয় প্যাভিলিয়নে মার্শ দ্যু ফিল্মস-এ দেখা যাবে সেটি।
এ পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনের বন্যায় ভেসেছেন প্রসেনজিৎ। নেটিজেনদের মধ্যেও এ খবর ভাইরাল হয়ে পড়ে মুহূর্তের মধ্যেই।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে সিনেমাটি তৈরি করছেন শুভ্রজিৎ মিত্র। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন বিক্রম ঘোষ। এ সিনেমায় দেবী চৌধুরানী সেজে পর্দায় আসছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর ভবানী পাঠক হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী ও তার পুত্র অর্জুন চক্রবর্তীকে। সিনেমাতে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিকও।
বাংলা ছাড়া মোট ৬টি ভারতীয় ভাষায় তৈরি হতে চলেছে এই ছবি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বিগ বাজেট বাংলা ছবি হতে চলেছে ‘দেবী চৌধুরানী’।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।