বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বর্তমানে আগের তুলনায় কিছুটা কম কাজ করছেন। তবে তিনি এখন বেছে বেছে মানসম্মত কাজেই যুক্ত হচ্ছেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত হচ্ছেন এ গুণী অভিনেত্রী।
তার অভিনীত বেশ কয়েকটি ওটিটি কনটেন্ট ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। একইভাবে তার সাম্প্রতিক কিছু টিভি নাটকও প্রশংসিত হয়েছে। তানজিন তিশা এখন গল্পনির্ভর, চরিত্রভিত্তিক নাটকে বেশি দেখা দিচ্ছেন। বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে উপস্থাপন করছেন তিনি। নিজের অভিনয় শৈলীতেও এনেছেন দৃশ্যমান পরিবর্তন।
আসন্ন ঈদ উপলক্ষে একাধিক নাটকে অভিনয় করেছেন তিশা। এই বিষয়ে তিনি জানান,
“ঈদের জন্য আমি আগে থেকেই পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কুরবানির ঈদের জন্য এরইমধ্যে একাধিক নাটকে অভিনয় করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই কাজগুলোতে যুক্ত হয়েছি। আশা করি দর্শক ঈদে ভালো কিছু পাবেন।”
তানজিন তিশা অভিনীত ওটিটি কনটেন্ট ‘ঘুমপরী’ মুক্তি পেয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এই ওয়েবফিল্মে তার অভিনয় ছিল প্রশংসনীয়, এবং কাজটি তার খুব পছন্দের ছিল—এমনটা তিনি একাধিকবার বলেছেন।
সম্প্রতি একটি সংগঠন থেকে ‘ঘুমপরী’ ওয়েবফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন তিনি। পুরস্কারপ্রাপ্তির সেই অনুষ্ঠানে তানজিন তিশা বলেন,
“ঘুমপরী’ চরিত্রটি এখনো আমার মধ্যে রয়ে গেছে। সেই গল্প আর চরিত্র থেকে এখনো বের হতে পারিনি।”
কাজের পরিমাণ কমিয়ে দেওয়ার বিষয়ে তানজিন তিশা বলেন,
“বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই। সেই পথ ধরেই চলছি এবং চলবো।”
এছাড়া চলচ্চিত্রে অভিনয় নিয়ে গুঞ্জন রয়েছে এই অভিনেত্রীকে ঘিরে। সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন বলেও জানিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।