সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময়ে বহিষ্কৃত এসব নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনা করে তাদের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। সাতক্ষীরার ইশ্বরদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল-ই-মোস্তফা টুটুল, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদল আহমেদ, পাবনার মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রামানিকসহ বিভিন্ন জেলা ও উপজেলার মোট ২৪ জন নেতা পূর্বে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার হয়েছিলেন।
এদের মধ্যে আছেন জামালপুর, নাটোর, পিরোজপুর, বান্দরবান, চট্টগ্রাম, কুড়িগ্রাম, খুলনা, রংপুর ও সিরাজগঞ্জ জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক বিভিন্ন পর্যায়ের নেতা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের লিখিত আবেদন এবং বিভিন্ন তথ্য বিবেচনা করে দলীয় সিদ্ধান্তে তাদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলটির পক্ষ থেকে আশা করা হয়, এসব নেতা ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও দলীয় আদর্শ বজায় রেখে কাজ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



