শুকিয়ে যাওয়া নদীতে পাওয়া গেল প্রচুর মাছ, তুমুল ভাইরাল ভিডিও

নদীতে পাওয়া গেল প্রচুর মাছ

জুমবাংলা ডেস্ক : কচুরিপানার নিচে পানির ভেতর ডুবানো থাকে গাছের ডালপালা বা ঝোড়। এর মধ্যে মাছ আবদ্ধ থাকে, কচুরিপানার মূলের মধ্যেও থাকে কই মাছের ঝাঁক। ফরিদপুরের জাগ থেকে আইড়, বোয়াল, চিতল, পাঙ্গাশ, শোল, কই, মাগুর ইত্যাদি মাছ পাওয়া যায়। কচুরিপানা একটি জলজ উদ্ভিদ।

নদীতে পাওয়া গেল প্রচুর মাছ

সাতটি প্রজাতি আছে এবং এরা মিলে আইকরনিয়া গণটি গঠন করেছে। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা।

পুরু, চকচকে এবং ডিম্বাকৃতির পাতাবিশিষ্ট কচুরিপানা পানির উপরিপৃষ্ঠের ওপর ১ মিটার পর্যন্ত বাড়তে পারে। এর কান্ড থেকে দীর্ঘ, তন্তুময়, বহুধাবিভক্ত মূল বের হয়, যার রং বেগুনি-কালো। কচুরিপানা খুবই দ্রুত বংশবিস্তার করতে পারে।

Best Hand Fishing/Big Fish Hunting in the Natural Beautiful Canal /Traditional Fishing in Bangladesh

এটি প্রচুর পরিমাণে বীজ তৈরি করে যা ৩০ বছর পরও অঙ্কুরোদগম ঘটাতে পারে। সবচেয়ে পরিচিত কচুরিপানা Eichhornia crassipes রাতারাতি বংশবৃদ্ধি করে এবং প্রায় দু’ সপ্তাহে দ্বিগুণ হয়ে যায়।

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ব্রহ্মাস্ত্র’