দিন দিন বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। এবার বিশ্বব্যাপী আলোচিত এক ঐতিহাসিক তুর্কি সিরিজ আসছে বাংলা ভাষায়; যার প্রচারের খবর পেয়ে ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করছে দর্শকেরা।
ঐতিহাসিক মহাকাব্যিক এই সিরিজের নাম ‘সুলতান আব্দুল হামিদ’। এতে দেখানো হয়েছে ওসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী শাসক সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়-এর শাসনকাল। কাহিনিতে উঠে এসেছে প্রাসাদের অন্তরালের চক্রান্ত, রাজনীতি, রাষ্ট্র পরিচালনার কৌশল এবং ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে তার লড়াই।
পাশাপাশি তুলে ধরা হয়েছে সাম্রাজ্যের আধুনিকায়নের প্রচেষ্টা ও খেলাফত রক্ষার সংগ্রাম। বলা যায়, দর্শকদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নতুনভাবে অনুভব করাবে এই সিরিজ।
বাংলাদেশি দর্শকদের জন্য সিরিজটি ডাবিং করা হয়েছে বাংলায়। আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাভিশনের পর্দায় দেখা যাবে ‘সুলতান আব্দুল হামিদ’। প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।