জুমবাংলা ডেস্ক : বরগুনার তালতলীতে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নিশান বাড়িয়ার ইউনিয়নের মরানিদ্রা গ্রাম এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া আক্তার একই গ্রামের রাকিব মুসুল্লির স্ত্রী ও পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের আবুল কালাম চৌকিদারের মেয়ে। রাকিব মুসুল্লি তালতলী উপজেলার মরানিদ্রা গ্রামের হাসান মুসুল্লি ছেলে।
জানা যায়, ছয় মাস আগে ভালোবেসে বিয়ে করেন তারা। পরে তাদের পরিবার মেনে নেয়। রোববার দুপুরে পুকুরঘাটে পর্দা লাগানো নিয়ে রাকিব ও সুমাইয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিকেলে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন সুমাইয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তালতলী থানার ওসি ইমরান হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।