বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত মুখ সুমাইয়া রিমু। বিভিন্ন ভিডিও ও অনলাইন উপস্থিতির মাধ্যমে ভাইরাল হয়ে উঠা এই তরুণী সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েছেন চমকপ্রদ এক মন্তব্য।
সুমাইয়া রিমু বলেন, “আমার মনে হয় শাকিব খানের সঙ্গে পারফেক্ট নায়িকা হিসেবে একমাত্র আমিই মানানসই। এই কারণে সাধারণ মানুষও আমাকে এই খেতাব দিয়েছে। তারা মনে করে, শাকিব খানের সঙ্গে আমার সিনেমা হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমি নিজেকে কখনো পারফেক্ট বলি না। কিন্তু আমার স্বপ্ন একটাই—শাকিব খানের সঙ্গে সিনেমা করা। এর জন্য অনেক ভালো নাটকে কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি নাটকে কাজ করছি না।”
নিজের আত্মবিশ্বাস ও স্বপ্ন নিয়ে তিনি জানান, “বাংলাদেশে যদি শাকিব খানের জন্য আদর্শ বা পারফেক্ট কোনো নায়িকা থেকে থাকে, আমি বিশ্বাস করি—সে আমিই।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।