সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sunamganj

সুয়েব রানা, সিলেট : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে স্থাপনের দাবীতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত উক্ত নাগরিক মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Sunamganj

মতবিময় সভায় বক্তারা বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের আবাসিক ব্যাবস্থা, যাতায়াত, সার্বিক নিরাপত্তা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরের কাছাকাছি করা জরুরী। ফ্যাসিবাদী সময়ে বিশ্ববিদ্যালয়ের স্থান নিয়ে বানিজ্য শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে একশ্রেণির ভূমিখেকো চক্র গড়ে উঠে। অথচ শহরতলীর রতনশ্রী মৌজায় কয়েকশ একর খাস ভূমি রয়েছে। জেলা সদরে ক্যাম্পাসের স্থান নির্ধারণ করলে ভূমি অধিগ্রহনের শত কোটি টাকা সাশ্রয় হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শুরু করে সকল নিয়োগে দুর্নীতি স্বজনপ্রীতির বিষয়টিও উঠে আসে বক্তাদের বক্তব্যে।

সিনিয়র আইনজীবী এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোনাজ্জির হোসেন সুজন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু ধুর্জুটি কুমার বসু, সিনিয়র আইনজীবী এডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সিভিল সার্জন ড: সৈয়দ মনোয়ার আলী, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু জোগেস্বর দাস, সুনামগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, এডভোকেট রবিউল লেইস রোকেস, সুনামগঞ্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, জেলা বিএনপি নেতা আকবর আলী, এডভোকেট মাসুক আলম, রাজনীতিবিদ রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা বিএনপি নেতা রেজাউল হক, অধ্যাপক চিত্তরঞ্জন দাস, অধ্যক্ষ সেরগুল আহমদ, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, এডভোকেট বজলুর রশীদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য আবুল মনসুর শওকত, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা আহবায়ক ইমন উদ দ্দোজা আহমদ প্রমুখ।

সমাবেশে সিনিয়র আইনজীবী এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরীকে আহবায়ক ও এডভোকেট রবিউল লেইস রোকেস, অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলামকে যুগ্মআহবায়ক করে একটি নাগরিক কমিটি গঠন করা হয়।

Xiaomi 15 Ultra: লঞ্চ হতে যাচ্ছে শাওমির সেরা ফিচারের স্মার্টফোন

প্রসংগত, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টার বিষয়টি মন্ত্রীসভার বৈঠকে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর অনুমোদন হয়ে ২০২০ সালের ১৮ নভেম্বর জাতীয় সংসদে বিল পাস হয়। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জেলা সদরকে উপেক্ষা করে নিজ উপজেলা শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। ২০২৪ সালের ৩ নভেম্বর গনিত, রসায়ন, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২৮ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় পাঠদান কার্যক্রম।