সুনামগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় কসমেটিকস-চকোলেট জব্দ

জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাস স্টেশনে এসএ পরিবহনের কার্যালয়ে অভিযান চালানো হয়।

sunamganj

এসময় সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য দেশের অন্য জেলায় প্রেরণের উদ্দেশ্য প্যাকেটজাত করা হয়। এই পণ্যগুলো এসএ পরিবহনের গাড়িতে তোলার আগ মুহূর্তে জব্দ করে সেনাবাহিনীর একটি দল।

ভারতীয় পণ্যগুলো হলো- মেহেদী ৭ হাজার ৯২০ পিস, জনসন শ্যাম্পু ৭২০ পিস, কেবিজল সাবান ২ হাজার ৪০০ পিস, কিটকেট চকোলেট ৮ হাজার ১৮৪ পিস, ডক্টর বিশ্বাস গুড হেলথ প্রোডাক্ট ১ হাজার ৬ পিস, জনসন বেবি লোশন ৮৬৪ পিস, বড় ৬ রোল ফ্লোর কার্পেট। পণ্যগুলোর আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে ভিটামিন ডি পেতে শীতে কখন রোদ পোহাবেন?

অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ইফতেখার মতিন ও পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল রিফাত। মালামাল জব্দের পাশাপাশি আটক করা হয় এসএ পরিবহনের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক আতাউর রহমান (৪০), পার্সেল সহকারী আব্দুর রহমান (২৬), গাড়ির হেলপার জুবায়ের মিয়া (২৫), এস এ পরিবহনের ক্যাশ অফিসার ফয়সাল কবির, ড্রাইভার দেলোয়ার মিয়া (৫৫)।

আটকদের সুনামগঞ্জ সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।