সুন্দরী মেয়ের সঙ্গে হোটেল রুমে উদ্দাম রোমান্সে মাতলেন, একা দেখুন

হোটেল রুমে রোমান্স

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন।

হোটেল রুমে রোমান্স

বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।

তবে এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়।

আবার মাঝে মাঝে ইউটিউবে ভাইরাল হয় সমস্ত অ্যাডাল্ট শর্ট ফিল্ম। নিষিদ্ধতার মাদকতায় বুঁদ নেট নাগরিকগণ। প্রত্যেকটি ইরোটিক ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এই সমস্ত ওয়েব সিরিজের হট সিন দেখে এই ঠান্ডায় ঘাম দিতে পারে আপনার। কি এই ওয়েবসিরিজ?

ACHAKO MACHAKO | Official Teaser | Watch Full Movie On Bijli App | Download Play Store

সম্প্রতি গোপনে জনপ্রিয়তা লাভ করছে বেশিরভাগ ‘ইরোটিক’ ওয়েব কন্টেন্টগুলি। সম্প্রতি অ্যাডাল্ট ওয়েব সিরিজ অ্যাপ ‘বিজলী ওটিটি’ প্ল্যাটফর্মে একটি নতুন ওয়েব সিরিজ রিলিজ করেছে। এই ওয়েব সিরিজের নাম, ‘আচকো মাছকো‘।

ওয়েব সিরিজের গল্পটি এমন এক কল গার্লকে নিয়ে যে একটি ছেলেকে একটি হোটেলে তার সাথে দেখা করার জন্য ডাকে, যার সাথে তারা একটি চুক্তি করেছিল, তাকে টাকা দেয়, তারপরে তারা দুজনেই রোমান্স শুরু করে।

নির্বাচনে অনিয়মের অভিযোগে ৬১ জনকে সাজা

তবে সম্পূর্ণ ভাবে পেতে তাঁকে আরো টাকা দিতে হয়। এরপর আবার ওই কল গার্ল অন্য জায়গায় বুকিং নেয়। এই ওয়েব সিরিজে প্রতি মুহূর্তে রয়েছে অন্তরঙ্গ দৃশ্য। আপনি অবশ্যই ঘরের দরজা বন্ধ করে এই ওয়েব সিরিজ দেখবেন।