সুন্দর সাজে দুর্দান্ত ড্যান্স দিলো খুদে কন্যা, ভাইরাল ভিডিও

খুদের ড্যান্স

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সবকিছুরই একটা ট্রেন্ড চলে। যখন যে উৎসব চলে তখন তা নিয়ে নেটবাসীর মাতামাতি। এই যেমন সামনেই জন্মাষ্টমী। আর এই নিয়েই এখন মেতে রয়েছেন নেটজনতা। বিভিন্ন ক্রিয়েটররা জন্মাষ্টমী উপলক্ষে নানান ভিডিও বানাচ্ছেন। যেমন এই বাচ্চা মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ‘রাধারাণী’ গানে একেবারে রাধার মতোই সেজে প্রকৃতির মাঝে দুর্দান্ত নেচেছে এই খুদে কন্যা।

খুদের ড্যান্স

পরনে তার লাল-হলুদ ছাপা শাড়ি লাল ব্লাউজ। গা ভর্তি গয়না, খোঁপা করে বিনুনি করা চুল, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক পরে দেখতে ভারী মিষ্টি লাগছে তাকে। তার নাচ রও এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় সে প্রশিক্ষণপ্রাপ্ত। একেবারে প্রফেশনাল ডান্সারদের মতো নেচে তাক লাগিয়েছে এই কন্যা।

এই কন্যার নাম সষ্টি বৈষ্ণব। তার নিজের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যে ১ মিলিয়নের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ৪ মাস আগে আপলোড করা হলেও এখন মানুষের কাছে বেশি করে জনপ্রিয়তা পাচ্ছে।

YouTube video player

অভিষেক আইচ-এর এর গাওয়া ‘রাধারাণী’ গানটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এই একরত্তি কন্যা ছাড়াও মৌমিতা বিশ্বাস, বিশাখা বৈদ্যর মতো বহু জনপ্রিয় ইউটিউবার এই গানে নাচের ভিডিও আপলোড করেছেন। গানটি আসলে ‘কদম তলে বসে আছে’ অ্যালবাম থেকে নেওয়া।