বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের মোবাইল অ্যাক্সেসরিজ নির্মাতা প্রতিষ্ঠান অ্যামব্রেন প্রথমবারের মতো বাজারে নিয়ে এসছে স্মার্ট অডিও সানগ্লাস। এই স্মার্ট চশমার সাহায্যে ব্যবহারকারীরা ফোন কল করতে পারবেন, এমনকি গানও শুনতে পারবেন। এই স্মার্ট গ্লাসে রয়েছে ইন-বিল্ট হিডেন স্পিকার এবং মাল্টি-ফাংশনাল টাচ কন্ট্রোল সিস্টেম।
ফলে কল রিসিভ ও রিজেক্ট করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে মিউজিক প্লেব্যাক ও ভয়েস অ্যাসিসট্যান্স সুবিধাও পাওয়া যাবে। এমইএমএস মাইক্রোফোনসহ ডিভাইসটিতে এইচডি সারাউন্ড সাউন্ড সাপোর্ট রয়েছে বলে জানিয়েছে অ্যামব্রেন।
কোম্পানিটি জানিয়েছে, আইপিএক্স৪ রেটিংপ্রাপ্ত হওয়ায় স্মার্ট সানগ্লাসটি সম্পূর্ণভাবে ওয়াটার রেজিস্ট্যান্ট। অর্থাৎ, পানির সংস্পর্শে ডিভাইসটির কোনো ক্ষতি হবে না, বৃষ্টির মধ্যেও অনায়াসে ব্যবহার করা যাবে এই চশমা। ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটির থাকায় স্মার্টফোন বা অন্যান্য যে কোনো ডিভাইসের সঙ্গে স্মার্ট গ্লাসটিকে কানেক্ট করা যাবে সহজেই।
স্মার্ট সানগ্লাসটির লেন্সে এমন এক ফিচার রয়েছে, যা ব্লু লাইট ব্লক করে ব্যবহারকারীকে আরামদায়ক ভিজ্যুয়াল দেবে এবং ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে চোখকে সুরক্ষিত রাখবে। অতিবেগুনি রশ্মি থেকে চোখকে ৯৯.৯৯ শতাংশ পর্যন্ত সুরক্ষা দেবে এই স্মার্ট চশমা।
একবার ফুল চার্জে ডিভাইসটি টানা ৭ ঘণ্টা ব্যবহার করা যাবে। স্মার্ট চশমাটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৫০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।