বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুনীল শেঠি একটি সাক্ষাৎকারে হিউমান নারী ও শিশু পাচার নিয়ে আলোচনা করেছেন। জানিয়েছেন ২৬ বছর ধরে বিষয়টির সাথে যুক্ত আছেন তিনি ও তার শাশুড়ি।
‘জুম’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি সুনীল জানান, পাচার ঠেকাতে কাজ করতেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৪০০ মেয়েকে বাঁচিয়েছেন তারা।
অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, কী ভাবে এই কাজ করেছেন। তিনি জানান, ‘সুনীল শেঠি একজন অভিনেতা, তাই সকলেই তার নাম মনে রেখেছেন। কিন্তু, আমার কাছে এই পুরো ঘটনার পিছনের নায়ক ছিলেন আমার শাশুড়ি মা বিটলা কাদরী। আগে আমরা ভারতে পাচার নামে একটি এনজিও চালাতাম। কিন্তু, পরে আমরা নামটি নিয়ে সমস্যায় পড়ি বলে পরিবর্তন করেছি। এখন এর নাম বিটলা ফাউন্ডেশন। আমার শাশুড়ি, অনেক এনজিওর সঙ্গে সারা বিশ্ব থেকে ৪০০টিরও বেশি ছোট মেয়ের পাচার ঠেকানোর মতো সাহসী পদক্ষেপ নিয়েছেন।
এই অভিযানটি কী ভাবে চলেছে জানতে চাওয়া হলে সুনীল শেঠি বলেন, ‘আমি এটি নিয়ে কখনও কথা বলিনি এবং এটি নিয়ে কথা বলতেও চাই না। কারণ, এটি অনেক ক্ষতির কারণ হতে পারে। এবং ভবিষ্যতেও অসুবিধা হতে পারে।’
এরপর তিনি বলেন, ‘আমি এখন এই বিষয় সম্পর্কে কথা বলছি। কারণ, আমি মনে করি কথা বলাটা দরকার। অনেক মানুষ আমাকে এটি পরিচালনা করতে সাহায্য করেছেন। কিন্তু, এই সবকিছু খুঁজে বের করার সাহসের কৃতিত্ব আমার শাশুড়ির।’
সুনীল শেঠি বলেন, ‘আমি সবসময় আমার শাশুড়ির সঙ্গে কাজ করেছি। তিনি বাচ্চাদের উদ্ধার করছেন এবং আমরা তাদের থাকার জায়গা দিয়েছি। আমি আজও আমার ভাই-বোনদের সঙ্গে সেই কাজটি চালিয়ে যাচ্ছি।’
অভিনেতা জানান, এই কাজ করার কারণে আন্ডারওয়ার্ল্ডও তাদের পেছনে ছিল। তবে ভালো বন্ধু ও পুলিশের কারণে সফল হতে পেরেছেন তারা। জেট এয়ারওয়েজও তাদের সাহায্য করেছে।
সূত্র: কইমই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।