বিনোদন ডেস্ক : গদর ২-র বাঁধভাঙা সাফল্যের পর বলিউডের অন্যতম ‘ওয়ান্টেড’ তারকা সানি দেওল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এমনিতে মদ না ছুঁলেও যৌবনের ‘জোশে’ একবারই মদ চেখে দেখেছিলেন সানি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জোশে পরে একবার মদ টেস্ট করলেও সে অভিজ্ঞতা একেবারেই সুখকর ছিল না সানির দেওলের কাছে। লন্ডনে গিয়ে ‘সমাজের অংশ হওয়ার চেষ্টায়’ চাপে পড়েই মদ পান করেছিলেন তিনি। অভিনেতা বলেন, ‘ইশ! জঘন্য, কষা খেতে, দুর্গন্ধ…. ওটা খেলে মাথা ধরে যায়। খাব কেন?’
অভিনেতা জানায়, তার সম্পর্কেও অনেক তথ্যই তার বাবা জানেন না। কঠোর অনুশাসনের মধ্যেই বড় হয়েছেন সানি। তবুও নিজের ইচ্ছেমতো সব কাজ করার সুযোগ পেয়েছেন। কিন্তু অভিনেতা স্পষ্ট বলেন অ্যালকোহল কখনই পছন্দ হয়নি তার, তাই দূরত্ব বজায় রেখে চলেন তিনি।
সানি আরও জানান, একবার ছোট ছেলে রাজবীর একবার এক বোতল বিয়ার খেয়ে বাড়ি এসেছিল। সানি ভেবে বসেছিলেন ছেলে মাতাল হয়ে বাড়ি ফিরেছে। তার দুই ছেলে কবে থেকে মদ্যপান শুরু করেছে সেই ব্যাপারে তার কাছে কোনও তথ্য নেই।
চলতি মাসের গোড়াতেই আমির খান প্রোডাকশনের পক্ষে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়, ‘আমি আর আমির খান প্রোডাকশনের প্রত্যেক সদস্য দারুণ উত্তেজিত। আমাদের আগামী ছবির নায়ক সানি দেওল, পরিচালনায় রাজ কুমার সন্তোষী। ছবির নাম ‘লাহোর ১৯৪৭’। ট্যালেন্টে ভরপুর সানির সঙ্গে কাজ করতে আমরা মুখিয়ে রয়েছি। রাজ কুমার সন্তোষি আমার প্রিয় পরিচালকদের অন্যতম। আমরা কথা দিচ্ছি, এই সফর শেষে দুর্দান্ত কিছু একটা উপহার দেব। আপনাদের সবার আর্শীবাদ চাই’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।