বিনোদন ডেস্ক : বলিউডের ‘বেবি ডল’ খ্যাত এই অভিনেত্রীর সম্পত্তি নিয়ে প্রতিবেদন করেছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার। তাদের প্রতিনেদনে জানা যায় সা’নি লিও’নের মোট সম্পত্তির পরিমাণ ৯৮ কোটি রুপি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ ‘ড্রিম’ নামের একটি বাড়ি রয়েছে সা’নি লিও’নেল। তার সেই বাড়িটির মূল্য ১৯ কোটি রুপি। মুম্বাইয়ে ওতার বিলাসবহুল বাড়ি রয়েছে। রয়েছে নামীদামি ব্যান্ডের বেশ কয়েকটি গাড়ি।
এছাড়া নিজস্ব সুগন্ধী এবং রূপচর্যার সামগ্রী তৈরির সংস্থাও রয়েছে সা’নি লিওনের। তার সুগন্ধী সংস্থার নাম ‘লাস্ট’ এবং রূপচর্যার সামগ্রী তৈরির সংস্থার নাম ‘স্টার স্ট্রাক’।
১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিয়োতে জন্ম নেওয়া সা’নি লিও’ন মাত্র ১৮ বছর বয়সে নীল দুনিয়ায় পা রাখেন। ২০১১ সালে সাবেক নীল তারকা ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন তিনি।
তবে ২০১৮ সালের ১২ আগস্ট ভারতীয় দৈনিক নিউজ ১৮ বলিউড তারকাদের সম্পতির হিবেসে প্রকাশ করে। সেই প্রতিবেদনে জানা যায়-
শাহরুখ খান- প্রায় ৩, ৪৫৪ কোটি টাকার মালিক ৷
অমিতাভ বচ্চন- প্রায় ২,৭৬৩ কোটি টাকার মালিক।
হৃতিক রোশন- প্রায় ২৬০০ কোটি টাকার মালিক।
আমির খান- প্রায় ১,২৪৩ কোটি টাকার মালিক।
সালমান খান- প্রায় ১,৩৮১ কোটি টাকার মালিক।
অক্ষয় কুমার- প্রায় ১,০৩৬ কোটি টাকার মালিক।
ঐশ্বর্যা রাই বচ্চন- প্রায় ২৪১ কোটি টাকার মালিক।
প্রিয়াঙ্কা চোপড়া- প্রায় ১৭১ কোটি টাকার মালিক।
দীপিকা পাডুকোন- প্রায় ১৩৮ কোটি টাকার মালিক।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel