বিনোদন ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত প্রায় ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। বিধ্বস্ত দেশ দুটির অসহায় মানুষের পাশে অনেকে দাঁড়িয়েছেন।
আর এবার অন্যদের মতো সিরিয়া-তুরস্কের মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সানি লিওন বলেন, ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষের পাশে দাঁড়াবে আমার কসমেটিক্স ব্র্যান্ড স্টার স্ট্রাক। ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি যত বিক্রি করবে তার ১০ শতাংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রদান করা হবে।
এই অভিনেত্রী জানান, আমরা একসঙ্গে নতুনভাবে গড়ে উঠতে পারি এবং স্বপ্ন দেখাতে পারি। ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে চাইলে আপনিও হাত বাড়াতে পারেন।
উল্লেখ্য, এর আগে গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। এ ঘটনায় ভূমিকম্পে কেঁপে ওঠা এলাকাগুলো ধ্বংস্তূপে পরিণত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।