বিনোদন ডেস্ক: ঢাকার শেফ টেবিল কনভেনশন হলে বেসরকারি টেলিভিশন চ্যানেল “গানবাংলা টেলিভিশন”-এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চেয়ারপারসন ফারজানা মুন্নির মেয়ে নাজিশ আরমানের বিবাহোত্তর সংবর্ধনায় আয়োজনে উপস্থিত ছিলেন বলিউড তারকা সানি লিওনি। সঙ্গে ছিলেন আরেক বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরিও। ঢাকার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বলিউডের অন্যতম বড় দুই তারকাকে নিজ চোখের সামনে দেখার অভিজ্ঞতা জানালেন দীঘি।
জতীয় এক দৈনিকের প্রতিবেদনে জানা যায়, বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হওয়া সত্ত্বেও সানির আন্তরিকতায় যারপনাই মুগ্ধ দীঘি। এমনকি সানি ও নার্গিসের সঙ্গে একই মঞ্চে হালকা নেচেছেনও এ ঢালিউড নায়িকা।
সানি লিওনি ও নার্গিস ফখরীর মতো তারকাদের হাতের কাছে পেয়ে তাদের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি দীঘি। দুই বলিউড তারকার সঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার মুহূর্ত এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও সবার সঙ্গে ভাগাভাগি করেন ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেত্রী।
সানি লিওনির সঙ্গে কোনো কথা হয়েছে কী-না জানতে চাইলে দীঘি বলেন, “তেমন কোনো কথাবার্তা হয়নি, জাস্ট হাই-হ্যালো টাইপের।”
বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রির তারকা হলেও সানি লিওনের আন্তরিকতা মুগ্ধ হয়ে দীঘি বলেন, “কনে এন্ট্রি নেওয়ার সময় আমি সানির পেছনে দাঁড়িয়েছিলাম। সানি ও তার স্বামী আমাকে বললেন, পাশে এসে দাঁড়াও। আমি নিশ্চিত হতে আবার জানতে চাইলাম। সানি বলেন, হ্যাঁ এসো, কোনো সমস্যা নেই।”
শুধু সানিই না, অনুষ্ঠানে উপস্থিত ভারতের অন্য সব তারকারাই বেশ আন্তরিক বলে জানালেন দীঘি।
দীঘি আরও বলেন, “নার্গিস ফাখরি আর সানি লিওনির সঙ্গে একটু নেচেছিও।”
অনুষ্ঠানে সানি লিওনিকে “দুষ্টু পোলাপান” শিরোনামের একটি বাংলা গানে নাচতে দেখা যায়। গত বছরের ডিসেম্বরে তাপস-মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিমএম রেকর্ডসের ব্যানারে প্রকাশিত “দুষ্টু পোলাপান” গানটির মিউজিক ভিডিওতেও মডেল ছিলেন সানিই।
উল্লেখ্য, শনিবার (১২ মার্চ) বিকেলে এক ফ্লাইটে ভারতের মুম্বাই থেকে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। তবে ওয়ার্ক পারমিট না নিয়ে আসায় কোনো চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে পারবেন না তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।