বিনোদন ডেস্ক : টারজান দ্যা ওয়ান্ডার কার মুভিটা যখন মুক্তি পেয়েছিল তখন আমরা সকলেই মুগ্ধ হই কারণ এই মুভির মাধ্যমে আমাদের স্বপ্নের গাড়িকে খুঁজে পেয়েছিলাম। আর এটি ছিল প্রথম ভারতীয় মডিফায়েড গাড়ি, যা ২০০২ সালে নতুন দিল্লির অটো শোতে লঞ্চ হয়। এই ছবিটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, বৎসল শেঠ ও আয়েশা টাকিয়া।
এই গাড়িটি ১৯৯১ সালের টয়োটা এমআর২ এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং এই গাড়িটিকে ২০০৪ এর মিটসবুসি এসলিপস এবং ফেরারি ৩৪৮ এর সারে তুলনা করা হয়। এই সুপার গাড়িটির চমৎকার ডিজাইন এবং ঝকঝকে নীল রঙ দেখে মানুষেরা চোখ ফেরাতে পারেনি।
এই মুভির প্রধান অভিনেতা বৎসল শেঠকে অনেকেই ‘টারজান ওয়ালা’ নায়ক হিসেবেই চিনতো। যদিও এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর গাড়িটি বাজারে আসার কথা ছিল কিন্তু তা হয়নি। অবশেষে মানুষেরা এই গাড়িটি নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দেয়।
যাইহোক, বর্তমানে বলিউডের সবচেয়ে সুন্দর গাড়িটি আজ ময়লা আবর্জনায় জর্জরিত হয়ে রয়েছে এবং ভেঙে গিয়েছে বিভিন্ন পার্টসগুলি। খবর সূত্রে জানা যায়, দুর্ভাগ্যবশত গাড়িটি ২০০৭ সালে একটি দুর্ঘটনা ঘটে এবং সেই থেকে একটি গ্যারেজে পড়ে রয়েছে।
গাড়ি নির্মাতারা এটিকে ২ কোটিতে নিলামে বিক্রি করার চেষ্টা করেছিল, যা কয়েক বছর পর ৩৫ লাখে নেমে আসে। বর্তমানে গাড়িটির মালিক একটি গ্যারেজে রেখে এসেছেন যাতে এটিকে পুনরুদ্ধার করে কিছুটা
আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। তবে গাড়িটির বর্তমান অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগে কারণ এটি আমাদের শৈশবের স্বপ্নের গাড়ি ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।