স্পোর্টস ডেস্ক : আগামী পরশু যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে সুপার এইটের খেলা। এই রাউন্ডে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। অ্যান্টিগায় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি গ্রুপে চারটি দল করে সুপার এইট গঠিত হয়েছে। গ্রুপ-১ এ বাংলাদেশের সঙ্গে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। গ্রুপ-২ এ আছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
আগামী পরশু যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে সুপার এইটের খেলা। এই রাউন্ডে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। অ্যান্টিগায় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
অজিদের বিপক্ষে খেলার পর বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। পর দিনই তাদের খেলতে হবে আরেক শক্তিশালী দল ভারতের বিপক্ষে।আগামী ২২ জুন বাংলাদেশ-ভারত ম্যাচও হবে অ্যান্টিগায়। এই ম্যাচ শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।
২৫ জুন সুপার এইটে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে, যারা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট উঠেছে। কিংসটাউনে ম্যাচটি শুরু হবে ভোর ৬টা ৩০ মিনিটে।
সুপার এইট-
গ্রুপ ১ঃ ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ।
গ্রুপ ২ঃ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রি আফ্রিকা।
সুপার এইটে বাংলাদেশের খেলার সময়-সূচিঃ
২১ জুনঃ বাংলাদেশ-অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, সকাল ৬.৩০ মিনিট)
সমস্ত সীমা অতিক্রম করলো এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
২২ জুনঃ বাংলাদেশ-ভারত (অ্যান্টিগা, রাত ৮.৩০ মিনিট)
২৫ জুনঃ বাংলাদেশ-আফগানিস্তান (কিংসটাউন, সকাল ৬.৩০ মিনিট)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।