মার্ভেল সর্বপ্রথম জাতীয় সুপারহিরো দিবস চালু করে
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিল্ম ইন্ড্রাস্ট্রি মার্ভেল সুপারহিরো মুভি তৈরিতে সারা বিশ্বে বেশ জনপ্রিয়। স্পাইডারম্যান, আইরনম্যান, ব্ল্যাক উইডো, ক্যাপ্টেন আমেরিকার মতো চরিত্র তাদের তৈরি। যুক্তরাষ্ট্রের তরুন ও শিশুদের কাছে এ চরিত্র খুবই জনপ্রিয়। ১৯৯৫ সালের ২৮ এপ্রিল মার্ভেল এর কল্যাণে জাতীয় সুপারহিরো দিবস পালন করা হয়। বাস্তবে যারা হিরো আছে ও মুভির কাল্পনিক হিরো সবাইকে সাথে নিয়ে এ দিবস উদযাপন করা হয়।
শিশুদের জিজ্ঞাসা করা হয় কোন চরিত্র তাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। কার সাথে সামনা-সামনি দেখা করতে পারলে শিশুরা সবথেকে বেশি আনন্দিত হবে। মার্ভেল এর কর্মচারীরা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হিরোদের সাথে নিয়ে দিনটি উদযাপন করে। সাথে উৎসুক জনতাও ছিলো।
বাস্তব জীবনে হিরো হিসেবে ধরা হয় পিতা-মাতা, শিক্ষক, ফায়ার ফাইটার, দেশ রক্ষার্থে নিযুক্ত জাতীয় বাহিনী, পুলিশ ইত্যাদি ব্যক্তি ও প্রতিষ্ঠানদের। তাদেরকে ভুলে যায়নি মার্ভেল। তাদেরকে সাথে নিয়ে, তাদের অবদানকে স্মরণ করে নান কার্যক্রম হাতে নেওয়া হয়।
তাছাড়া একই দিনে ক্লিন কমেডি ডে, কিস ইওর মেট ডে, গ্রেট পোয়েট্রি রিডিং ডে, ন্যাশনাল কিউবিকল ডে, স্টপ ফুড ওয়েস্ট ডে ইত্যাদি দিবস পালন করা হয় আমেরিকায়।
‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমায় ৫টি ভুল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।