সুপারহিট ৫টি ওয়েব সিরিজের তালিকা, যা নেট দুনিয়ায় তুমুল ঝড় তুলেছে

নভেম্বর স্টোরী

বিনোদন ডেস্ক : পুরো ভারত জুড়েই এখন দক্ষিণী ছবির জয়জয়কার। একের পর এক সুপারহিট ছবির মাধ্যমে দখল করেছে বলিউডের বাজার। একাধারে যেমন বক্স অফিসে নতুন নতুন মাইলস্টোন তৈরি করছে ছবিগুলি অপরদিকে ওটিটি-তেও ছাপিয়ে গেছে সবকিছুকে।

নভেম্বর স্টোরী

কিন্তু জানেন কি সাউথের এমন বেশ কিছু ওয়েব সিরিজে রয়েছে যেগুলি সমানভাবে মন কেড়েছে দর্শকদের। আজ এই এমন পাঁচটি সাউথ ওয়েব সিরিজের কথা জানাবো তার দেখলে মন হারাতে বাধ্য আপনিও।

Live Telecast : সাউথ সুন্দরী কাজল আগরওয়াল অভিনীত এই হরর ফিকশনটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। ডিজনি হটস্টারে সম্প্রচারিত এই সিরিজটিতে রয়েছে বৈভব রেড্ডি, কায়ল আনন্দী, প্রিয়াঙ্কা, সেলভা, ড্যানিয়েল অ্যান পোপ এবং সুব্বু পঞ্চু অরুণাচলমের মতো তারকারা। প্রসঙ্গত, সিরিজটি হিন্দি ভাষাতেও উপলব্ধ।

November Story : দক্ষিণের মিল্কি বিউটি তামান্না ভাটিয়া অভিনীত নভেম্বর স্টোরি দেখতে চাইলে আপনাকে যেতে হবে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ডিজনি হটস্টারে। তামিল ভাষার পাশাপাশি হিন্দিতেও উপলব্ধ রয়েছে সিরিজটি। জানিয়ে রাখি তামান্নার এই সাসপেন্স থ্রিলারটিতে মোট ৭ টি এপিসোড রয়েছে।

Auto Shankar : কুখ্যাত সিরিয়াল কিলার গৌরিশঙ্করের জীবন কাহিনীকে ভিত্তি করে নির্মিত Auto Shankar। গৌরিশঙ্কর তামিলনাড়ুর বাসিন্দা, যিনি এক ভয়ঙ্কর অপরাধী হিসেবেই পরিচিত। মোট ১০ টি টানটান উত্তেজনাপূর্ণ এপিসোড নিয়ে তৈরি এই ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজটি। এটি Zee5-এ হিন্দি ভাষায় উপলব্ধ।

Triples : বন্ধুত্বের অদ্ভুত মেলবন্ধন দেখানো হয়েছে এই গল্পে। গল্পে দেখা যায় তিন বন্ধু একটি ক্যাফে খোলার জন্য টাকা ধার করছে। এখান থেকেই এগিয়ে যায় গল্পটি। গল্পটির মোড় ঠিক কোথায় ঘুরছে তা জানতে হলে আপনাকে যেতে হবে ডিজনি প্লাস হট স্টারে। হিন্দি ভাষায় ডাবড এই ওয়েব সিরিজটি দেখলে পুরোনো বন্ধুত্বের কথা যে একবার হলেও মনের কোনে উঁকি দেবে তা বলাই বাহুল্য।

পানিতে তলিয়ে গেল রাস্তা, জাল ফেলতেই ধরা পড়ল প্রচুর মাছ

Queen : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘জয়ললিতা’কে কে না চেনে না। তাঁরই জীবনকাহিনীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই বায়োপিক তথা ওয়েব সিরিজ। মোট ১২ টি এপিসোডের এই সিরিজে তুলে ধরা হয়েছে জানা অজানা নানান তথ্য। মূখ্য ভূমিকায় রয়েছেন ‘বাহুবলী’-র শিবগামী অর্থাৎ রাম্যা কৃষ্ণন। এই সিরিজটি MX প্লেয়ারে হিন্দিতে দেখতে পারবেন।