শিল্পা শেঠির সুপার ট্রেন্ডি ডেনিম শাড়ি

শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক : ফ্যাশন দুনিয়ার অবিসংবাদিত রাজা বলা যায় সর্বজনীন ডেনিম ফেব্রিককে। এবার সুপার ট্রেন্ডি ডেনিম শাড়িতে ভক্তদের চোখধাঁধালেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

শিল্পা শেঠি

ফ্যাশন দুনিয়া যেন এক ছুটে চলা খরস্রোতা নদী। এর সঙ্গে তাল মিলিয়ে আমরা সবাই ছুটছি। আজকে এই ট্রেন্ড তুঙ্গে তো কাল আরেকটি। তারকারাও এর ব্যতিক্রম নন। তবে কেউ কেউ আছেন, যাঁরা নিজেরাই ফ্যাশনের জগতে ট্রেন্ড তৈরি করেন। তাঁদেরকে ট্রেন্ড সেটার বলি আমরা।

শিল্পা শেঠি1

বলিউড তারকা অভিনেত্রীদের মধ্যে দুর্দান্ত শারীরিক ফিটনেসের জন্য সব সময় আলোচনা থাকেন শিল্পা শেঠি। আর পশ্চিমা পোশাকের পাশাপাশি তাঁকে আমরা প্রায়ই বিভিন্ন নিরীক্ষাধর্মী শাড়ির লুকে দেখি। বেশির ভাগ সময় এই এক্সপেরিমেন্টগুলো ড্রেপিং নিয়েই করেন তিনি। তবে সম্প্রতি ডেনিমের শাড়িতে নিজেকে সাজিয়ে একেবারে বাজিমাত করেছেন তিনি।

এই ফিউশনধর্মী শাড়ি এখন সবার আলোচনায়। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হিড়িক পড়ে গেছে ডেনিম শাড়ি তৈরির, আর ফ্যাশনিস্তারা কিনছেন তা হট কেকের মতো। শিল্পার এই ডেনিম শাড়ির আরেক সাড়াজাগানো ব্যাপার হচ্ছে এর পকেট।

নিজের পরবর্তী মুভি ‘সুখী’-র প্রচারণায় মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এই বিস্ময়কর সুন্দর অবতারে সবার সামনে এলেন।

ডেনিম ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর শাড়ির প্রতি এখন শুধু উপমহাদেশের নারীরা নন, পশ্চিমারাও ঝুঁকছেন আগ্রহ ভরে। শাড়িপ্রাণিত গাউনে আমরা প্রায়ই দেখি আন্তর্জাতিক তারকাদের। তাই সব মিলে ডেনিম আর শাড়ির সমন্বয় যে সবার মন জয় করে নেবে, এ কথা বলাইবাহুল্য। ছয় গজ ডেনিমকে নিপুণ কায়দায় জড়িয়েছেন দীর্ঘাঙ্গী আর ঈর্ষণীয় ফিগারের অধিকারী শিল্পা শেঠি।

মাত্র ২১ বছর বয়সে ব্যারিস্টার হলেন শান

মিনিমাল অনুষঙ্গ আর দুর্দান্ত পয়েন্টেড ম্যাচিং হিলজোড়া মানিয়েছে বেশ এর সঙ্গে। স্লিভলেস ক্রপটপ আর ম্যাচিং ঠিকঠাক পকেটওয়ালা ডেনিম বটমের ওপরে দুই রঙা ডেনিমের ড্রেপ। টপের সামনে ছিমছাম এমব্রয়ডারি ডেনিম কাটওয়ার্কেরই। মেধাবী ভারতীয় ডিজাইনার দীক্ষা খান্নার সংগ্রহ থেকে নেওয়া শাড়িটি। ডেনিম অন ডেনিম লুককে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে শিল্পা শেঠির এই শাড়ি। ছবি: ইনস্টাগ্রাম