সুপারহিট গানে দুর্দান্ত বেলি ড্যান্স দিয়ে ঝড় তুললো ৯ সুন্দরী

বেলি ড্যান্স

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলিউডের একেকটি নতুন-পুরোনো গান প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে। বিশেষ করে যে গানগুলি এককালে হারিয়ে গিয়েছিল সেই গানগুলিও পুনরায় ফিরে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এই গানগুলি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আছে একেকটা সোশ্যাল ইউজাররা।

বেলি ড্যান্স

সুতরাং, বলাই চলে যে, সোশ্যাল মিডিয়া হল এমন একটি ক্ষেত্র, যেখানে সবরকম গানই মানুষের চোখে একবার ভাইরাল হলে তা একেবারে ট্রেন্ডিং-এর আওতায় পৌঁছে যাবে। এবার একটি বলিউডের নস্টালজিক গানের সহিত অসাধারণ বেলি ডান্স করলেন কয়েকজন সুন্দরী যুবতী।

বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘বাদশাহো’। যেখানে অভিনয় করেছিলেন, অভিনেতা অজয় দেবগন ও ইলিয়ানা ডিক্রুজ। তাঁদের অভিনীত এই ছবির একটি ‘মেরে রশকে কমর’ গানটি এক সময়ে দারুণ হিট হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।শুধু তাই নয়, এখনও এই গানটি মার্কেটে সম পরিমাণে রাজত্ব করছে। এবার এই গানটির সঙ্গেই অসাধারণ ব্যালি ডান্স করলেন কয়েকজন সুন্দরী যুবতী। তাঁদের সবার পরনেই ছিল নানা বর্ণের টু পিস ঘাগরা চোলি।

Belly dance on Rashke Qamar | Workshop Routine (Basic) conducted by Ojasvi Verma

খোলা চুলে, ন্যুড মেক-আপে নিজেদের সাজিয়ে একেবারে হট বম্ব বানিয়ে তুললেন তাঁরা। তাঁরা নিজেদের ডান্স ক্লাসেই, অসাধারণ রসালো মুহুর্তের সৃষ্টি করলেন। অসাধারণ বেলি ডান্স করলেন তাঁরা। তাঁদের, উন্মুক্ত মেদহীন পেটের ঝাঁকুনিতে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। তাঁদের অসাধারণ বেলি ডান্সের চোটে রীতিমতন এখন হোঁচট খাচ্ছেন নেটবাসীরা।

সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক : অনন্যা পাণ্ডে

সঙ্গে তো আছেই তাঁদের সেক্সি কোমরের ঠুমকা, অঙ্গভঙ্গির পারদর্শীতা এবং অসাধারণ পেটের দোলানি, শরীরের হিল্লোল সবটাই তাঁদের পারফরম্যান্সে ফুটে উঠেছে। তাঁদের শরীরের হটনেস রীতিমতো গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। যেমন, তাঁদের নাচের অঙ্গভঙ্গির পারদর্শীতা তেমনি তাঁর বেলি নাচের অসম্ভব শৈল্পিকতা ছিল। সম্প্রতি Ojasi Verma নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে, যেখানে এখনও পর্যন্ত কয়েক হাজার পছন্দের সংখ্যা পৌঁছেছে।