সুপারস্টারের গায়ে জুতা নিক্ষেপ করায় উত্তাল দক্ষিণ ভারত

সুপারস্টারের নাম দর্শন

বিনোদন ডেস্ক : কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির এক সুপারস্টারকে জুতা ছোড়ায় সম্প্রতি উত্তাল হয়েছে দক্ষিণ ভারত। জনপ্রিয় সেই সুপারস্টারের নাম দর্শন। দর্শন নামের সেই সুপারস্টারের মুক্তি প্রতীক্ষিত নতুন ছবি ‘ক্রান্তি’-র প্রচারে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। এমন সময় এক দর্শক এই সুপারস্টারের গায়ে জুতা ছুড়ে মারে।

সুপারস্টারের নাম দর্শন

এ ঘটনা ঘটার পরই চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। নেট দুনিয়ায় এ নেতিবাচক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ১৯ ডিসেম্বর ( সোমবার) সিনেমা ক্রান্তির প্রোমোশনে কর্নাটকের একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন অভিনেতা দর্শন।

অনুষ্ঠান চলাকালীন মঞ্চের সামনে ভক্তদের সম্বোধন করছিলেন অভিনেতা। সেই সময় তার গায়ে জুতো ছোড়েন এক ব্যক্তি। উড়ে আসা সে জুতাটি দর্শনের কাঁধে লাগে। এরপরই চটে যান অভিনেতা সহ ভক্তরা।

যদিও অভিনেতা উত্তপ্ত পরিস্থিতি খুব সুন্দর করে সামাল দেন অভিনেতা দর্শন। শান্ত থাকার জন্য অনুরোধও করেন অনুরাগীদের। এরপরই উত্তপ্ত জনতা ঠান্ডা হন। ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষী এবং পুলিশরা খুব শিগগিরই আরও কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগেই ঘিরে ফেলেন সুপারস্টারকে। দ্রুতই সে এলাকা ত্যাগ করেন তারা।

ইতিমধ্যে দর্শনকে জুতো ছুড়েছিলেন যে ব্যক্তি তাকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু কেন অভিনেতাকে হঠাৎ করে জুতো ছুড়ে বসলেন ওই ব্যক্তি?

কারণ হিসেবে জানা যায়, নারীবিদ্বেষী তকমা রয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির এ সুপারস্টারের বিরুদ্ধে। কিছুদিন আগে নিজের স্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। ওই মন্তব্যের জেরেই ক্ষেপে গিয়ে ব্যক্তি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনের উপর।

এ বিষয়ে সুপারস্টার বলেন, ‘আপনি ভুল করেননি ভাই। কোনও সমস্যা নেই।’ ভারতীয় গণমাধ্যম থেকে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পুনিত রাজকুমারের অনুরাগী।

খোলামেলা পোশাকে শুটিং, দুবাইয়ে গিয়ে ধরা খেলেন উরফি

এদিকে কন্নড় সুপারস্টার শিবা রাজকুমার এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। কেউকে এ ভাবে আঘাত বা অপমান করা উচিত নয় বলেও মন্তব্য করেন শিবা। বিক্ষুব্ধ জনতার একাংশ অভিযুক্তের উপযুক্ত শাস্তি এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস