সুপারস্টারের জন্মদিন উদ্‌যাপনে মর্মান্তিক মৃত্যু দুই অনুরাগীর

সূরিয়া

বিনোদন ডেস্ক: ভারতের মতো সিনেমাপাগল দেশে তারকাদের জন্মদিন পালন প্রায় উৎসবের আকার নেয়। শাহরুখ খানের জন্মদিনে যেমন মান্নাতের সামনে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। অমিতাভ বচ্চনের জন্মদিনের জলসার সামনে থিকথিকে ভিড় জমে যায় সাধারণ মানুষের।

সূরিয়া

প্রিয় তারকার জন্মদিন বলে কথা, উদ্‌যাপনে কোনও খামতি রাখেন না অনুরাগীরা। গত ২৩ জুলাই তামিল তারকা সূরিয়ার জন্মদিনও ঘটা করে পালন করার পরিকল্পনা ছিল তার অনুরাগীদের। সেখানেই ঘটল বিপত্তি। অভিনেতার ছবির ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তারকার দুই অনুরাগীর।

অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার ঘটনা। পালনাড়ুর মপুলাভারিপালেম গ্রামে ঘটে এই দুর্ঘটনা। খবর, সূরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তাদের। সেই উপলক্ষেই অভিনেতার ছবির ব্যানার লাগাচ্ছিলেন দুই কলেজ শিক্ষার্থী। সেই সময়েই তড়িদাহত হয়ে মৃত্যু হয় তাদের।

মৃত দুই শিক্ষার্থীর নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই। পুলিশ সূত্রে খবর, ব্যানারের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কলেজ শিক্ষার্থীর। দুই যুবকই নরাসরাওপেটের কলেজের শিক্ষার্থী। একটি বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারা।

দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নরাসরাওপেটের হাসপাতালে। মৃত পোলুরি সাইয়ের বোন অনন্যার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার দাবি, কলেজে কাঁড়ি কাঁড়ি টাকা বেতন দেওয়ার সত্ত্বেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ।

অবশেষে যেখানে ঠাঁই হলো সেই মায়ের!

তার আরও অভিযোগ, কলেজের ছাত্রাবাসের দিকেও খেয়াল রাখেন না কলেজ কর্তৃপক্ষ। দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ সূরিয়া। কিছুদিন আগে এই অভিনেতার বলিউডে পা রাখার কথাও শোনা গিয়েছিল।