সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ২ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর সমর্থক মো. শাখওয়াত হোসেন নামের একজনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত চৌধুরীর বিরুদ্ধে। তারা দুজনেই বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমের সমর্থক।
এ ঘটনায় মো. শাখওয়াত হোসেন বুধবার (২৭ ডিসেম্বর) সকালে বাদী হয়ে হরিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে, হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
হত্যার হুমকি পাওয়া সাখাওয়াত হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৭.৩০টার দিকে কৌড়ি কলেজগেট মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম এসময় ২০-২৫ টি মটর সাইকেল নিয়ে এসে চায়ের দোকানে প্রবেশ করে আমার হাতে নৌকা মার্কার লিফলেট দিয়ে আমাকে নৌকা মার্কার মিছিলে যেতে বলে। আমি মিছিলে যেতে অস্বিকার করলে তারা আমাকে টানা হেছড়া করতে থাকে। আমি বাধা প্রদান করলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণে মেরে ফেলবার হুমকি প্রদান করে। নির্বাচনের পরে আমি কিভাবে এলাকায় থাকি তা দেখ নিবে বলে হুমকি দেয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা বলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়নি। তিনি যে অভিযোগ তিনি করছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহিন । আমাদের হেনস্থা করার জন্য এসব কাজ করছেন তিনি।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত চৌধুরী জানান, প্রথম কথা হলো তিনি তো আওয়ামী লীগ করেনা তিনি শফিক বিশ্বাসের লোক বিএনপি করে। সে দীর্ঘদিন যাবত বিএনপি করে তাকে জোড় করে মিছিলে নেওয়ার কোন মানে নাই। আমাদের যথেষ্ট পরিমান লোকবল আছে। বিএনপির লোককে জোড় করে মিছিলে আনতে হবে এ কথার কোন যৌক্তিকতা নেই। তারা একটা দোকানে বসে চা খাচ্ছিলো, চায়ের দোকানে যারা সাধারন জনগন ছিলো এবং চায়ের দোকানদার ছিলো তাদের কাছে আমরা নৌকা মার্কায় ভোট চেয়েছি ও একটি করে লিফলেট দিয়েছে সাথে তারাও বসা ছিলো তাই তাদেরও হাতে একটা করে লিফলেট দেই। তাকে হুমকি ধামকি কোন কিছুই দেওয়া হয়নি শুধু বলা হয়েছে আপনারা মানুষকে সঠিক তথ্য দিবেন ভুল তথ্য দিয়ে মানুষকে ভোটকেন্দ্রে যেতে বিমুখ করবেন না।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ নুর এ আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।