বিনোদন ডেস্ক : একের পর এক চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটে চলেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছোটপর্দা কাঁপিয়ে তিনি এখন দাপিয়ে বেড়াচ্ছেন ওটিটিতে। তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেতা হাজির হলেন আইনজীবী মোবারক হয়ে। সিরিজের নাম ‘মোবারকনামা’। ৮ পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল।
গতকাল সোমবার প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার। সেখানে দেখা যায়, সুরাইয়ার সঙ্গে প্রেম করলেও তার বোনকে বিয়ে করে রোমান। বোনের সঙ্গে বিয়ের পর সুরাইয়াকে ধর্ষণ করে রোমান। পরিবারকে সেই কথা জানালেও কাউকে পাশে পায় না সুরাইয়া। রোমানের বিরুদ্ধে মামলা করতেও বাধা দেওয়া হয় তাকে। এমন ঘটনা জানার পর সুরাইয়ার পাশে দাঁড়ায় মোবারক।
মোশাররফ করিম বলেন, ‘পর্দায় এখন পর্যন্ত আমার অভিনীত প্রিয় চরিত্রগুলোর মধ্যে মোবারক চরিত্রটি অন্যতম। দর্শকেরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, তার চেয়ে খুব আলাদা একটি চরিত্র এটি, আর ট্রেলারটি তার একটি ঝলকমাত্র।’
নির্মাতা গোলাম সোহরাব দোদুলের কথায়, ‘এই সিরিজের মাধ্যমে আমি কারও আচরণ সংশোধন করতে চাই না বা সমাজকে শেখাতে চাই না কীভাবে কী করা উচিত। আমি শুধু দেখাতে চাই, কীভাবে একই ইস্যুতে পুরুষ ও নারীর প্রতি আলাদা আচরণ করা হয়।’
‘মোবারকনামা’ সিরিজে মোশাররফের পাশাপাশি আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, শাহনাজ সুমি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমাসহ অনেকে। সিরিজটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর হইচই-এ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।