ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, কসমেটিক সার্জারি করিয়েছেন এই অভিনেত্রী। মূলত, কথিত একজন চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই দাবি করেন। তারপর থেকে চর্চায় রয়েছেন রাকুল।

প্রকাশিত ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে প্লাস্টিক সার্জন পরিচয় দেন। তাতে রাকুলের পুরোনো ও সাম্প্রতিক ছবির তুলনা করেন। ভিডিওতে তিনি দাবি করেন—রাকুলের মুখের হাসির রেখা উধাও হয়ে গেছে। তার চোয়াল আরো স্পষ্ট করতে চিবুকে বোটক্স নিয়েছেন। তাছাড়া রাকুল তার নাকে সার্জারি করিয়েছেন বলেও দাবি করেন কথিত এই চিকিৎসক।
চিকিৎসকের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে অনলাইনে বিতর্ক চলছে। এ পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন রাকুল। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে রাকুল লেখেন, “প্রতারণা সতর্কতা: এ ধরনের মানুষ নিজেদের ডাক্তার বলে দাবি করছে এটা খুব ভয়ংকর। কোনো তথ্য যাচাই না করেই মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করছে।”
রাকুল তার ওজন কমিয়ে বর্তমান তৈরি করেছেন। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, “একজন অভিনেত্রী হিসেবে প্রাচীন ও আধুনিক বিজ্ঞান বুঝি। মানুষ সার্জারি করালে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে—ওজন কমানো; যা কঠোর পরিশ্রম থেকে আসা। কখনো কি সেই কথা শুনেছেন? এই ধরনের ‘চিকিৎসকদের’ কাছ থেকে সাবধান।”
রাকুল প্রীত সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দে দে পেয়ার দে টু’। অসম এই প্রেমের গল্পে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন অংশুল শর্মা। গত ১৪ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে হিন্দি ও তামিল ভাষার দুটো সিনেমার কাজ রাকুলের হাতে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



