আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন থেকে সূর্যমুখী তেলের চালান আবার শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে বিশ্ববাজারে অন্যান্য ভোজ্যতেলের চাহিদা কমেছে। গোটা বিশ্বে সরবরাহ বাড়ার আশায় এ অবস্থা তৈরি হয়েছে। দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মে) মালয়েশিয়ার পাম অয়েল ফিউচারের দাম টানা দ্বিতীয়দিনের মতো পড়েছে। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত এক টনে মূল্য কমেছে ৬,৩৩০ রিঙ্গিত।
চীনে সয়াবিনের চাহিদা কমেছে। কানাডার ক্যানোলার দরপতন হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ সূর্যমুখী তেলের উৎপাদক ইউক্রেন। দেশটি থেকে খাদ্যবাহী
জাহাজ ছেড়ে দিতে মানবিক করিডোর খুলে দিতে প্রস্তুত বলে সম্প্রতি জানিয়েছে রাশিয়া। বিনিময়ে তাদের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে তারা।
ফলে ইউক্রেনের কৃষ্ণ সাগর থেকে সূর্যমুখী তেলের চালান পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনটি হলে বৈশ্বিক সরবরাহ সংকট দূর হবে। তবে সেই সঙ্গে পাম অয়েলের রপ্তানি কমবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এতে ইন্দোনেশিয়ার প্রধান রপ্তানি পণ্যটির চালান কমে যেতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে ভোজ্যতেলের দাম কমতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।