সুড়ঙ্গ ছাড়া কিছু ভাবছি না : তমা মির্জা

তমা মির্জা

বিনোদন ডেস্ক : চলতি বছরটা তমার জন্য বিশেষ হতে যাচ্ছে। এমনটাই মনে করছেন এ নায়িকা। বছরের শুরুতেই ঘোষণা আছে নতুন সিনেমার। নাম ‘সুড়ঙ্গ’। পরিচালনা করবেন রায়হান রাফি। এতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা।

তমা মির্জা

আপাতত সুড়ঙ্গে ডুবে আছেন তমা মির্জা। সময় সংবাদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন এ নায়িকা। তার ভাষায়, ‘আপাতত সুড়ঙ্গ ছাড়া কোনো কিছু ভাবছি না। অনেকগুলো প্রজেক্ট এসেছিল, না করে দিয়েছি। কারণ, সুড়ঙ্গ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। আগে এটিই শেষ করতে চাই। তারপর অন্য কাজের কথা চিন্তা করব।’

কবে নাগাদ শুরু হবে সুড়ঙ্গ সিনেমার শুটিং? উত্তরে তমা মির্জা বলেন, ‘আমাদের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা আছে।’

‘সুড়ঙ্গ’ সিনেমাটি তমার ক্যারিয়ারে আরও একটি পালক যেগা করবে। এমনটাই মনে করছেন নায়িকা। সিনেমার বেশিরভাগ শুটিং হবে সুড়ঙ্গে। নায়িকার ভাষায়, সুড়ঙ্গ সিনেমার বড় অংশের শুটিং হবে সুড়ঙ্গের ভেতরে। এটা একটি চ্যালেঞ্জিং কাজ।

পাতলা স্যুট পরে ভরা মঞ্চে ঝড় তুললো সুনিতা বেবি

এদিকে মুক্তির অপেক্ষায় আছে তমা অভিনীত দুটি ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ ও ‘ফ্রাইডে’। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রকাশ হয়েছে ‘ফ্রাইডে’ সিরিজের টিজার। সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন রায়হান রাফি।