বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়েছে। সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফি পরিচালিত এ সিনেমা গত ২৯ জুন মুক্তি পেয়েছে। বর্তমানে দেশের ২৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি।
মুক্তির পর থেকে দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে ‘সুড়ঙ্গ’। অধিকাংশ দর্শক ভূয়সী প্রশংসা করছেন। তবে সিনেমাটিতে কয়েকটি খোলামেলা দৃশ্য রয়েছে বলে অভিযোগ তুলেছেন কিছু দর্শক। গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই অভিযোগ করেন। আবার অনেক দর্শক ফেসবুক পোস্টে কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন।
জান্নাত নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ মুভিটি কেউ হলে গিয়ে দেখতে চাইলে বাচ্চাদের নিয়ে যাবেন না। অথবা বয়সে ছোট কাউকে নেবেন না। তাহলে আপনাকে লজ্জায় পড়তে হবে। প্রত্যেকের অভিনয় দুর্দান্ত হলেও কিছু চিত্র খোলামেলা। নেক্সট রায়হান রাফি পরিচালিত সিনেমা দেখার ইচ্ছে খুব একটা থাকবে না, যদি এভাবেই খোলামোলা চিত্র থাকে। তবে আপনারা কেউ যদি বাচ্চাদের সাথে ঘনিষ্ঠ চিত্র দেখতে কমফোর্টেবল থাকেন তাহলে বিষয়টি আলাদা।’’
গণমাধ্যমের সঙ্গে এক দর্শক অভিযোগ করে বলেন, ‘‘সুড়ঙ্গ’ সিনেমায় কিছু অ্যাডাল্ট দৃশ্য রয়েছে। যারা পরিবার নিয়ে সিনেমাটি দেখছেন তারা কিছুটা বিব্রত। এ বিষয়টি পরিচালকের মাথায় রাখা দরকার ছিল।’ আরেক দর্শক বলেন, ‘যে দৃশ্যগুলো সিনেমাটিতে রয়েছে, সেটা যদি আগে ট্রেইলারে দেখতে পেতাম তবে বাচ্চা নিয়ে আসতাম না। ব্যাপারটা একটু অস্বস্তিকর।’’ ঠিক কোন দৃশ্য নিয়ে আপত্তি তা আলাদাভাবে ব্যাখা করেননি দর্শকরা।
‘সুড়ঙ্গ’ সিনেমার কিছু দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সিনেমাটির পরিচালক রায়হান রাফি। এসব অভিযোগের জবাবে এই পরিচালক বলেন, ‘আমার মনে হয় আমার সিনেমায় অ্যাডাল্ট কোনো দৃশ্য নাই। একটি সিনেমা নির্মাণের সময়ে অনেক কিছু ভাবতে হয়। প্রেম বিষয়টি একেকজনের কাছে একেকরকম। একেকজন দর্শকের পয়েন্ট অব ভিউ ভিন্ন। আমি তাদের ভাবনাকে শ্রদ্ধা করি।’
গল্পের প্রয়োজনে যতটা দরকার ততটাই সিনেমাটিতে রাখা হয়েছে। তা জানিয়ে রায়হান রাফি বলেন, ‘আমরা যে সিনেমার সেন্সর পেয়েছি, সেটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী নির্মাণ করেছি। এটাতে সরাসরি এমন কোনো দৃশ্য রাখি নাই। গল্পের প্রয়োজনে যতটুকু রাখা দরকার ততটুকুই রেখেছি। সারা পৃথিবীতে রিয়েলস্টিক সিনেমা নির্মিত হচ্ছে। আমরাও রিয়েলস্টিক সিনেমা বানিয়েছি। বাস্তবতার বাইয়ের গিয়ে তো সিনেমা বানাতে পারব না!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।