মোঃ সোহাগ হাওলাদার : সাভার গলফ ক্লাবে ৯ম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট – ২০২৪ এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সাভার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়৷
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামী ২৬-২৮ ডিসেম্বর পযর্ন্ত সাভার গলফ ক্লাবে ৯ম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে। সে লক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর সকালে এই টুর্নামেন্টে উদ্বোধন করা হবে। পরে সেদিন বিকেলেই এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাভার গলফ ক্লাবের সদস্য সচিব লেঃ কর্নেল মোঃ মামুন অর রশিদ খান, এসপিপি, পিএসসি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর মোঃ মশিউর রহমান, পিপিএম, পিএসসি।
এ সময় তারা ক্লাবের ঐতিহ্য তুলে ধরে সঠিক ও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট পরিচালনার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক, এডভাইজর (গেমস এন্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং সিনিয়র ডেপুটি নির্বাহী পরিচালক (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) রবিউল ইসলাম (মিল্টন) সহ খেলার সাথে সম্পৃক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অন্যান্য কর্মকর্তাগণ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।