বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দাপটে দীর্ঘদিন তেমন আলোচনা বা ব্যবসায় ছিল না বলিউড সিনেমা। তবে গত বছর থেকে আবারও ঘুরে দাঁড়িয়েছে বলি সিনেমা। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা বক্স অফিস মাত করেছে। শুধু প্রেক্ষাগৃহ নয়, ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমাগুলো বেশ আলোচনা তৈরি করেছে।
সেই ধারাবাহিকতায় আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে অক্ষয় কুমার ও ইয়ামি গৌতম অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘ও মাই গড টু’। অন্যদিকে একইদিন মুক্তি পাবে সানি দেওলের আলোচিত সিনেমা ‘গদর টু’। দুটি সিনেমা ঘিরেই বেশ কৌতুহলও রয়েছে ভক্তদের মাঝে। তবে একসঙ্গে দুটি সিনেমা মুক্তি নিয়ে বেশ শঙ্কাও প্রকাশ করছেন সিনেমাগুলোর শিল্পী থেকে শুরু করে সিনেবোদ্ধারা।
এ প্রসঙ্গে ইয়ামি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘একসঙ্গে একাধিক বিগ বাজেটের আলোচিত সিনেমা মুক্তি দিলে ব্যবসায়িক শঙ্কা কিছুটা থাকে, এটা বলার অবকাশ রাখে না। তবে আমার বিশ্বাস আমাদের বর্তমান চলচ্চিত্র বাজারের একসঙ্গে ৪টি সিনেমা মুক্তি পেলেও দারুণ ব্যবসা করবে। ভালো গল্প, নির্মাণ, অভিনয় বরাবরই দর্শকরা গ্রহণ করেন। তাড়া দুটি সিনেমার গল্প-প্রেক্ষাপট, কলাকুশলী আলাদা। তাই শঙ্কা থাকলেও নেতিবাচক প্রভাব পড়বে না।’
খাটিয়ার উপর উদ্দাম রোমান্সে মাতলেন আম্রপালি ও নিরাহুয়া, ভাইরাল ভিডিও
অন্যদিকে সানি দেওল বলেন, ‘গদর এবং লগানও একসঙ্গে মুক্তি পেয়েছিল। কিন্তু গদর বিজয়ী হয়েছিল। সেই জায়গা থেকে বলবো, এবারও জয় আমাদেরর হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।