বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এ মাসে দু-দটি গ্রহণের সাক্ষী হবে পৃথিবী। তবে আপনি এটা চাক্ষুস করতে পারবেন কিনা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। ১৪ অক্টোবর দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। অন্যদিকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ২৮ অক্টোবর।
১৪ অক্টোবর দেখা যাবে সূর্যগ্রহণ। তবে এটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে না; হবে বলয়গ্রাস গ্রহণ। সূর্য, চাঁদ আর পৃথিবী যখন একই সরলরেখায় থাকে, এ সময় যদি সূর্য আর পৃথিবীর ঠিক মাঝখানে চাঁদ এসে পড়ে তখন চাঁদের আড়ালে ঢাকা পড়ে সূর্য। সূর্য তখন সম্পূর্ণ কালো দেখায় পৃথিবী থেকে।
একে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
বলয়গ্রাস সূর্যগ্রহণও একইভাবে সংঘটিত হয়। তবে সূর্য পুরোটা ঢাকা পড়ে না চাঁদের আড়ালে। বরং চাঁদের চারপাশ থেকে সূর্যকে একটা রিং বা বলয়ের মতো দেখা যায়।
মাঝখানে কালো উজ্জ্বল এই বলয়কে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণ কেন হয়? কেন পুরোপুরি ঢেকে যায় না সূর্য?
একটা ঘরোয়া পরীক্ষা করে ফেলতে পারেন ব্যাপারটা বোঝার জন্য। রাতে একটা কম উজ্জ্বল (চোখের নিরাপত্তার জন্য) বৈদ্যুতিক বাতির দিকে তাকান। স্বাভাবিকভাবেই পুরো বালবটাই দেখতে পাবেন। এবার পাঁচটাকার একটা কয়েন নিন।
এক চোখ বন্ধ করুন। এবার সূর্যের দিকে তাকান আর কয়েনটা চোখের খুব কাছে নিয়ে আসুন। দেখবেন, কয়েনটার আড়ালে বাতিটা ঢাকা পড়েছে। এবার কয়েনটা চোখের সামনে থেকে ধীরে-ধীরে বাতির দিকে পিছিয়ে নিন। দেখবেন অল্প অল্প করে আলো দেখতে পারবেন। এক সময় দেখবেন কয়েনের চারপাশ থেকে বাতিটাকে দেখতে পাচ্ছেন উজ্জ্বল বলয়ের মতো করে।
তেমনি চাঁদ আর পৃথিবীর দূরত্ব সব সময় এক থাকে না। বছরের কখনো দূরত্ব খুব কম থাকে, কখনো বেশি। যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকে, এ সময় যদি সূর্যগ্রহণ হয়, তাহলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন। আবার যখন চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব খুব বেশি হয়, তখন গ্রহণ হলে সেটা বলয়গ্রাস গ্রহণ হবে।
১৪ অক্টোবরের সূর্যগ্রহণ পৃথিবীর বেশিরভাগ দেশ থেকেই দেখা যাবে না, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাত্র আটটি রাজ্য থেকে দেখা যাবে। তবে যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যগুলো থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আংশিক সূর্যগ্রহণ আসলে পূর্ণগ্রাস ও বলয়গ্রাস থেকে আলাদা। গ্রহণ যদি কোস্তেচেরা বা অর্ধচন্দ্রের মতো দেখা যায়, সেটাকে তখন আংশিক গ্রহণ বলে।
অন্যদিকে ২৮ অক্টোর দিবাগত রাতে চন্দ্রগ্রহণ হবে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অ্যান্টার্কটিকা এবং ওশেনিয়াসহ পূর্ব গোলার্ধের বেশিরভাগ এলাকা থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময় রাত ১ টা ৩৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং রাত ২টা ৫৩ মিনিটে চন্দ্রগহণ শেষ হবে। তবে বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সূত্র: স্পেস ডট কম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।