সুশান্তের মৃত্যুর ৩ বছর পর নতুন তথ্য দিলেন প্রেমিকা

বিনোদন ডেস্ক : মৃত্যুর তিন বছর পর আবারও আলোচনায় বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যু। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সুশান্তর মৃত্যু নিয়ে মুখ খুলেছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এখনও দায়ী ভাবা হয় বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। কেননা মৃত্যুর শেষ কয়েক দিন আগে সুশান্তের অ্যাপার্টমেন্টেই থাকছিলেন রিয়া।

রিয়া চক্রবর্তী ও সুশান্ত

বলিউডে তাদের প্রেমের খবর না জানা গেলেও সুশান্তের মৃত্যুর পর তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে বলিউড ইন্ডাস্ট্রিতে। হঠাৎ সুশান্তের মৃত্যুতে ভক্তরা আশাহত হলে রিয়ার দিকেই আঙুল তোলা হয় প্রথমে।

ওই সময় সুশান্তর পরিবার এমনকি সুশান্তের আত্মহত্যার রহস্য জানতে তদন্তকারীরাও রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। এক মাস জেলেও থাকতে হয়েছিল নায়িকাকে। তবে সুশান্ত আত্মহত্যার প্ররোচনা কিংবা তাকে মাদক দেয়ার অভিযোগের সাথে রিয়ার সম্পৃক্ততা না থাকায় জেল থেকে ছাড়া পান রিয়া।

এত বছর পর এক অনুষ্ঠানে সুশান্তকে নিয়ে কথা বলেন রিয়া। অনুষ্ঠানে সুশান্ত প্রসঙ্গ উঠতেই নায়িকা বলেন, সুশান্তকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, এমন অভিযোগ উঠেছিল। আমাকে অনেকে ডাইনি অপবাদও দিয়েছিল। সুশান্তের মৃত্যুতে আমাকেই অপরাধী ভাবেন অনেকে। অথচ ওর (সুশান্ত) মৃত্যুতে আমি জড়িত নই।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা যায়, সুশান্তের মৃত্যু বিষয়ে রিয়া বলেন, আমি মাদক নিয়ে কথা বলতে চাই না। এমনকি, এনসিবি নিয়েও কথা বলতে চাই না। এই বিষয়টা নিয়ে কথা বলার কিছু নেই। এটা বিচার বিভাগ রায় দেবে।
জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে রিয়া জানান, ওইখানে থাকা মোটেও সহজ নয়। জেলে থাকা নারীরা সম্পূর্ণ আলাদা। আমি সেখানে দেখেছি, নোংরা পৃথিবীতেও মানুষ কীভাবে সুখী থাকে। একটি সিঙ্গারা পেয়ে কীভাবে তাদের ঠোঁটে ফুটে ওঠে হাসির রেখা।

ব্যাপক জনপ্রিয়তা পেল এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

রিয়া এ প্রসঙ্গে আরও বলেন, ওই নারীদের থেকে শিখেছি, বাহ্যিক জগতের অনেক কিছুর পিছনে ছোটার প্রয়োজন নেই। সুখী হওয়ার জন্য ইচ্ছাটাই প্রয়োজন। ওইসব নারীদের খুশি করতে জামিনের দিন নাগিন ড্যান্স দিয়েছিলাম। তবে এত কিছুর পর একটা কথাই বলব, সুশান্তের মৃত্যু আমার ব্যক্তিগত ক্ষতের জায়গা। আমি ওকে( সুশান্ত) প্রতিদিনই মিস করি।