বিনোদন ডেস্ক : আড়াই বছরে সুশান্তের ফ্ল্যাট কেউ কিনতে চাইলেন না। এ বার ভাড়া দেওয়ার চেষ্টা চলছে। তবে আর কোনও বলিউড তারকাকে নয়! মুম্বাই পুলিশের প্রাথমিক অনুমান ছিল আত্মহত্যা করেছেন ‘কেদারনাথ’-এর নায়ক।
মুম্বাইয়ের যে ফ্ল্যাটে সুশান্ত সিংহ রাজপুতের দেহ মিলেছে, সেটি গত আড়াই বছর ধরে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। কিন্তু কেউ কিনতে আসেননি। এ বার রিয়েল এস্টেট দালাল রফিক মার্চেন্ট তার প্রোফাইলে সেই ফ্ল্যাট ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দিলেন। মাসে ৫ লক্ষ টাকার বিনিময়ে সেই ফ্ল্যাট ভাড়া নেওয়া যাবে।
রফিক জানিয়েছেন, ফ্ল্যাটের মালিক এক জন প্রবাসী ভারতীয়। যিনি এই ফ্ল্যাট আর কোনও বলিউড তারকাকে দিতে চাইছেন না। কর্পোরেট জগতে কাজ করেন, এমন কোনও মানুষকেই ভাড়াটে হিসাবে অগ্রাধিকার দেওয়া হবে।
২০২০ সালের ১৪ জুন। অভিনেতা সুশান্তকে এক আবাসনের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। মুম্বাই পুলিশের প্রাথমিক অনুমান ছিল আত্মহত্যা করেছেন ‘কেদারনাথ’-এর নায়ক। তা নিয়ে বিস্তর জলঘোলাও চলেছে বছর খানেক ধরে। সেই পরিস্থিতিতে সুশান্তের ব্যবহৃত ফ্ল্যাট কিনতে চাননি কেউ।
এক সাক্ষাৎকারে রফিকের দাবি, “সবাই ভয় পাচ্ছিলেন সেই ফ্ল্যাটে আসতে। যখন এসে শুনছেন এখানেই সুশান্ত মারা গিয়েছিলেন, আর দ্বিতীয় বার আসছেন না। এ রকমই চলছিল। সম্প্রতি আবার দেখছি কেউ কেউ আগ্রহ প্রকাশ করছেন। যেহেতু সুশান্ত মারা যাওয়ার খবর পুরোনো হয়ে এসেছে, সেই থমথমে রেশটা কেটেছে, আবার আমরা চেষ্টা করছি। কিন্তু ফ্ল্যাটের মালিক দাম কমাতে রাজি নন। বাজারচলতি দামেই যে হেতু ভাড়া দিতে চাইছেন, তাই লোক পাওয়া মুশকিল হচ্ছে।”
রফিকের মতে, যদি কেউ এত দাম দিতে চানও, বিতর্কে জড়িয়ে পড়া ফ্ল্যাট কেন নেবেন! এই জন্যই সুশান্তের ফ্ল্যাট পড়ে আছে এত বছর ধরে।
তার সঙ্গে সারা জীবন বন্ধুর মতো সম্পর্ক থাকবে : নুসরাত ফারিয়া
২০১৯ সাল থেকে সুশান্ত সেই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে সাড়ে ৪ লক্ষ টাকা করে ভাড়া দিয়েছেন। তার সঙ্গে কয়েক জন বন্ধু থাকতেন। অতিমারির সময়ে সুশান্তের প্রেমিকা, অভিনেত্রী রিয়া চক্রবর্তীও থেকেছেন সেই ফ্ল্যাটে। অভিনেতার আকস্মিক মৃত্যুর পর তদন্তে নেমেছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। সন্দেহ করা হয়েছিল, অতিরিক্ত মাদক সেবন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সুশান্ত। সেই থেকে রহস্যাবৃত তার মৃত্যু। পরিবার দায়ী করেছিল রিয়াকে। মামলায় জড়িয়ে এক মাস হাজতবাস করতে হয়েছিল অভিনেত্রীকেও।
সূত্র: আনন্দবাজার
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel