বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের বান্দ্রার এক ফ্ল্যাট থেকে ২০২০ সালের ১৪ জুন উদ্ধার হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। তার মৃত্যুর তিন বছর কেটে গিয়েছে। যে ফ্ল্যাটে সুশান্ত থাকতেন গত তিন বছর ধরে সেই ফ্ল্যাটের ক্রেতা মিলছিল না কিছুতেই। বিজ্ঞাপন দিয়েও লাভ হয়নি কিছুই।
তবে সম্প্রতি বলিউডের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বহু চেষ্টার পর অবশেষে ওই ফ্ল্যাটের ক্রেতা মিলেছে। তা নাকি কিনে নিয়েছেন এক বলিউড নায়িকা। তিনি আর কেউ নন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা।
কিছু দিন আগেই ওই ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা গিয়েছিল আদাহকে। তখনই প্রশ্ন উঠেছিল, তবে কি ওই ফ্ল্যাটে পা রাখতে চলেছেন আদাহ? অবশেষে আদাহর টিমের তরফে জানানো হয়েছে ফ্ল্যাটটি কিনেছেন তিনি। যদিও এ বিষয়ে আদাহকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন।
জানিয়েছেন, তিনি জানাবেন, যদি সব সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় তবে নিজেই সংবাদমাধ্যমকে সেই খবর দেবেন। শেষ দিনগুলি ওই ফ্ল্যাটেই কাটিয়েছেন সুশান্ত, ওই ফ্ল্যাটেরই এক ঘর থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে আলোচনা এখনও চলছে।
তার মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। সুশান্তের পরিবারের তরফে অভিযোগ জানানো হয় তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। মাদক মামলা গ্রেফতার হন রিয়া। কেটে গিয়েছে বহু দিন, তবু আজও স্মৃতি নিয়ে দাঁড়িয়ে ফ্ল্যাটটি। আদাহ কবে সেখানে ওঠেন, এখন সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।