জুমবাংলা ডেস্ক : মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সেতুটি নির্মাণের আর্থিক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের চার লেন বিশিষ্ট ঝুলন্ত এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে চার হাজার ১৭৪ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে আগামী বছরের শুরুতে এ সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আর প্রকল্পটির কাজ শেষ হবে ২০২৮ সালের ডিসেম্বরে।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কালিপুরা এলাকার ধনাগোদা নদীর ওপর দিয়ে পাশের মুন্সীগঞ্জের গজারিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করবে ঝুলন্ত এ সেতু।
দুপুরে ডেট, রাতে পার্টি! বাবা বনি কপূর সায় দিতেই প্রেমে আরও ‘সাহসী’ জাহ্নবী
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানান, দৃষ্টিনন্দন ঝুলন্ত এ সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে রাজধানী ঢাকার সঙ্গে সড়কপথে চাঁদপুরের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে যাবে। তিনি আরও জানান, নড়াইলে চিত্রা নদীর ওপর কালনা সেতুর আদলেই ধনাগোদা নদীর ওপর ঝুলন্ত এ সেতু নির্মাণ করা হবে। এটির নির্মাণ কাজ ও রক্ষণাবেক্ষণ করবে সড়ক ও সেতু বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।