নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি এখন সহিংসতা ও অস্থিতিশীলতার পথ বেছে নিয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা এলাকায় গণসংযোগ শেষে উলনবাজারে নিজ নির্বাচনী ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ওই এলাকায় সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করে সর্বস্তরের মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি হেরে গেলেই নির্বাচনের পরিবেশ নষ্ট করে। ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হয়ে তারা যে পদ্ধতি অবলম্বন করেছিল, জাতীয় নির্বাচনেও এখন একই পথ অনুসরণ করছে। তারা কী আওয়ামী লীগের পথে হাঁটবে নাকি গণতন্ত্রের পথে থাকবে–তা ঠিক করতে হবে। আওয়ামী লীগ অন্য দলকে রাস্তায় নামতে দিত না, তাদের পরিণতি ৫ আগস্ট সারা বিশ্ব দেখেছে। বিএনপি যদি এখন একই আচরণ করে, তবে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে।’
নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই আহ্বায়ক বলেন, ‘মাঠে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে, কিন্তু ইসি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এখন মনে হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে গেছে।’
গণসংযোগকালে নাহিদ ইসলাম বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ভোটারদের উদ্দেশে ‘শাপলা কলি’ মার্কা ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান। তিনি তার ইশতেহার তুলে ধরে বলেন, “নির্বাচিত হলে এই এলাকাকে সম্পূর্ণ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। কাউকে সন্ত্রাসীদের কাছে হয়রানি হতে হবে না। এ ছাড়া রামপুরা এলাকার দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা হবে। আমাদের স্বপ্ন একটি ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে তোলা।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গণসংযোগের সময় ১১ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন। তারা ঢাকা-১১ আসনের প্রতিটি এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে লিফলেট বিতরণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


