বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে ২ লাখ ১৭ হাজার রুপিতে পাওয়া যাচ্ছে জাপানের বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি ফ্লেক্স ফুয়েল চালিত সুজুকি জিক্সার এসএফ ২৫০ ফ্লেক্স ফুয়েল।
ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির কারণে বাইকটি ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহার করতে সক্ষম। যে কারণে এটি পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির মোটরসাইকেলের তালিকায় নাম লিখিয়েছে।
সুজুকি জিক্সার সিরিজের এই মোটরসাইকেলে নতুন ইঞ্জিন দেওয়া হয়েছে। এতে নতুন ফুয়েল ইনজেক্টর, ফুয়েল ফিল্টার এবং আপগ্রেডেড ফুয়েল পাম্প সংযোজন করা হয়েছে। যা বাইকটিকে ইথানল ভিত্তিক ফুয়েলের সাঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে। কোম্পানি জানিয়েছে যে, ভবিষ্যতে এই ধরনের পরিবর্তন অন্যান্য মোটরসাইকেলেও আনা হতে পারে।
ফেক্স ফুয়েল চালিত বাইকটিতে রয়েছে ২৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা ৯৩০০ আরপিএম গতিতে ২৭ বিএইচপি শক্তি এবং ৭৩০০ আরপিএম গতিতে ২৩ এনএম টর্ক উৎপন্ন করে। বাইকটিতে সিক্স-স্পিড গিয়ারবক্স সংযুক্ত। যদিও গিয়ারবক্সে কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সুজুকি এই নতুন মোটরসাইকেলটি দুইটি রঙে বাজারে এনেছে – ম্যাট ব্ল্যাক ও ম্যাট রেড। কোম্পানি জানিয়েছে যে খুব শিগগিরই বাইকটির বুকিং প্রক্রিয়া শুরু হবে।
ফ্লেক্স ফুয়েল প্রযুক্তি বর্তমানে ভারতের মোটরসাইকেল বাজারে এক নতুন সংযোজন। এটি শুধুমাত্র জ্বালানি খরচ কমাতে সাহায্য করবে তাই নয়, বরং ইথানল ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুজুকির এই পদক্ষেপ ভবিষ্যতে অন্যান্য বাইক কোম্পানিগুলোকেও উল্লিখিত প্রযুক্তি গ্রহণ করতে উৎসাহিত করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।