বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সুজুকি তাদের নতুন একটি মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাল। এটি হচ্ছে নতুন ভার্সনের সুজুকি কাটানা (Suzuki Katana)। আপডেট হিসেবে এতে দেওয়া হয়েছে দুটি নতুন আকর্ষণীয় কালার। ক্রেতাদের উদ্দীপনায় জোয়ার আনতেই এই পদক্ষেপ সংস্থার।
উল্লেখ্য, জাপানের বাজারে নয়া সংস্করণের Katana প্রদর্শন করা হয়েছে। এখন এই বাইকটি পার্ল ভিগর ব্লু এবং মেটালিক মিস্টিক সিলভার কালারে বেছে নেওয়া যাবে। অনুমান করা হচ্ছে, এই নতুন কালার মডেলগুলি জাপান সহ আরও অন্যান্য দেশের বাজারে হাজির করা হবে।
কোম্পানি তাদের এই বাইকের কারিগরি ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটায়নি। Suzuki Katana আগের মতই একটি ৯৯৯ সিসি ইনলাইন-ফোর সিলিন্ডার লিকুইড কুল্ড মোটরে ছুটবে। এটি থেকে ১৪৯ বিএইচপি শক্তি এবং ১০৬ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত থাকছে ৬-গতির গিয়ারবক্স।
সুজুকি তাদের নয়া কাটানা-তে বেশ কিছু রাইডার-এইড অফার করে। এর মধ্যে রয়েছে রাইডিং মোড, একটি ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, লো আরপিএম অ্যাসিস্ট এবং রাইড-বাই-ওয়্যার সিস্টেম।
ফেয়ার স্পোর্টি বডিওয়ার্ক যুক্ত এই সুজুকি কাটানা-তে (Suzuki Katana) রয়েছে বিকিনি ফেয়ারিং এবং স্ট্রিট ফাইটার স্টাইলিং। এতে রয়েছে বর্গাকার এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল। এক কথায় এতে রেট্রো এলিমেন্টের সঙ্গে আধুনিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে।
এবার আইফোন ১৬ সিরিজকে টেক্কা দিতে হুয়াওয়ে আনল তিন ভাঁজের ফোন
প্রসঙ্গত, ভারতের বাজারেও Suzuki Katana লঞ্চ হয়েছিল। কিন্তু চাহিদা একেবারে কম থাকার কারণে কিছুদিন আগে এর বিক্রি বন্ধের ঘোষণা করেছে সুজুকি। তাই নয়া মডেলটি ভারতে পুনরায় লঞ্চের সম্ভাবনা আর নেই বললের চলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।