সাদা শাড়িতে স্পষ্ট ক্লিভেজ, পুরুষদের ঘুম কাড়লেন ছোট পর্দার দীপা

Swastika Ghosh

বিনোদন ডেস্ক : স্বস্তিকা ঘোষ বর্তমানে স্টুডিওপাড়ার নতুন সেনসেশন। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’-র দীপা নামেই সকলে তাঁকে চেনে। কাজের কারণে সোশ্যাল মিডিয়াতেও তাঁকে যথেষ্ট অ্যাকটিভ থাকতে হয়। সোশ্যাল মিডিয়াতেও পর্দার দীপা যথেষ্ট জনপ্রিয়। তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের নতুন ফটোশুটের ঝলক শেয়ার করেছেন স্বস্তিকা।

Swastika Ghosh

স্বস্তিকার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে সাদা রঙের শাড়ি। শাড়ির পাড়ে ব্যবহার হয়েছে রূপোলি জরি। সরু রূপোলি পাড়ের শাড়ির জমিতে নেই কোনো কারুকার্য। এই শাড়ির সাথে স্বস্তিকা টিম আপ করেছেন সাদা রঙের ফুলস্লিভ ব্লাউজ। ব্লাউজ জুড়ে রয়েছে রূপোলি জরির কল্কা কারুকার্য।

Swastika Ghosh

ব্লাউজের প্লাঞ্জিং নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে স্বস্তিকার ক্লিভেজ। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। খোলা চুল সামনে নিয়ে এসে কাঁধের একপাশে ফেলে রেখেছেন স্বস্তিকা। কানে রয়েছে অক্সিডাইজড ইয়ারিং। হালকা মেকআপ করেছেন স্বস্তিকা। শিমারি পিঙ্ক আইশ‍্যাডো ও কালো আইলাইনারের টান তাঁর চোখকে আকর্ষক বানিয়েছে। ঠোঁট রেঙেছে হালকা গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা গোলাপি হাইলাইটারের ছোঁয়া।

ছবিটি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, সময় এক থাকলেও কাহিনীর পরিবর্তন জরুরী। স্বস্তিকার অনুরাগীদের একাংশ ছবির কমেন্ট সেকশনে তাঁকে ভরিয়েছেন প্রশংসায়। রায়দীঘির মেয়ে স্বস্তিকার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। বর্তমানে টিআরপি তালিকায় এই ধারাবাহিক হয়ে উঠেছে সেরা।

শুধু রোমান্স নয়, রিলিজ হলো শরীর গরম করে দেবার মত ওয়েব সিরিজ

সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ অতিক্রম করেছে চারশো পর্ব। স্বস্তিকা জানিয়েছেন, দীপার চরিত্র তাঁকে পরিণত করেছে।