বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তার সাহসী এবং ঠোঁটকাটা স্বভাবের জন্য বিশেষভাবে পরিচিত। কেউ অপমান করলে চুপ করে থাকা তার স্বভাব নয়। বরং, যাকে যেমন জবাব দেওয়া দরকার, তিনি তা দ্বিধাহীনভাবে দিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়াতে যেখানে বহু অভিনেত্রী নানা কটাক্ষের শিকার হন, সেখানে স্বস্তিকা একাই সব সমালোচনার জবাব দিতে সক্ষম।
Table of Contents
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার স্বস্তিকা মুখার্জি
প্রায়ই সামাজিক মাধ্যমে স্বস্তিকা মুখার্জিকে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করা হয়। ডিভোর্সী ও সিঙ্গেল মাদার হিসেবে তাকে নিয়ে সমালোচনার অন্ত নেই। তার পোশাক-পরিচ্ছদ নিয়েও বিভিন্ন সময় ট্রোলের শিকার হতে হয়। তবে এবার টুইটারে এক নেটিজেন সরাসরি অশ্লীল মন্তব্য করেন স্বস্তিকাকে উদ্দেশ্য করে, যার যথাযোগ্য জবাব তিনি সঙ্গে সঙ্গেই দিয়েছেন।
অশ্লীল মন্তব্যের কড়া জবাব দিলেন স্বস্তিকা মুখার্জি
টুইটারে তন্ময় ঘোষ নামের এক ব্যক্তি স্বস্তিকাকে প্রশ্ন করেন, “এক রাতের জন্য কত টাকা নেন?”। তার এই অশালীন মন্তব্যের জবাবে স্বস্তিকা লেখেন,
“স্যার, আপনার সেই সামর্থ্য নেই। আপনি কল্পনাই করতে পারেন কেবল বিনামূল্যে, তাই সে চেষ্টা করুন।”
এই জবাবের পরপরই স্বস্তিকার ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে নেটিজেনরা সমর্থন জানাতে থাকেন। অন্যদিকে, যিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন, তাকে ধুয়ে দেন অন্যান্য ব্যবহারকারীরা। কেউ লেখেন, “আপনার চিকিৎসার প্রয়োজন আছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন।” আবার অনেকেই স্বস্তিকার প্রশংসা করে বলেন, “স্বস্তিকা আপনাকে ভালোবাসি। আপনার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে।”
মেকআপ বিহীন ছবিতে ট্রোল, ফের উপযুক্ত জবাব
এর আগেও এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে স্বস্তিকা নিজের মেকআপ বিহীন দুটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন,
“Grey Matters And yes call me old, old is sexy and I know it’.”
সেই পোস্টের নিচে রাম বণিক নামের এক ব্যক্তি মন্তব্য করেন,
“আপনাকে অভিনেত্রী কম, যৌ…নকর্মী বেশি লাগে।”
এই কুরুচিকর মন্তব্যের জবাবে স্বস্তিকা পাল্টা লিখেছিলেন,
“থ্যাংক ইউ রাম বাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে। অল দ্য বেস্ট।”
স্বস্তিকা মুখার্জি: ট্রোলের বিরুদ্ধে নিজের অবস্থানে অনড়
স্বস্তিকা মুখার্জি বারবার প্রমাণ করেছেন, সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য কিংবা সমালোচনার জবাবে তিনি কখনো চুপ থাকেন না। তার প্রত্যুত্তর যেমন যুক্তিপূর্ণ, তেমনই কড়া ভাষায় দেওয়া হয়। তার সাহসী মনোভাব ও স্পষ্ট বক্তব্য ভক্তদের মন জয় করে বারবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।