বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আজকাল প্রায় সকলের পকেটেই অন্তত একটি স্মার্টফোন থাকে। কিন্তু আপনি কি জানেন স্মার্টফোন সঙ্গে নিয়ে হাঁটলেই রোজগার সম্ভব? সম্প্রতি এই সুবিধা নিয়ে হাজির হয়েছে sweatcoin নামে একটি অ্যাপ। এই অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করে হাঁটলেই আয় করা সম্ভব। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই আয় সম্ভব হবে।
কোম্পানির এই ঘোষণার পরেই বিশ্বব্যাপী মানুষ এই অ্যাপ ইনস্টল করতে আগ্রহ দেখিয়েছেন। মাত্র এক সপ্তাহে ১ কোটি নতুন গ্রাহক এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন।
বিনামূল্যে ক্রিপ্টোকারেন্সি টোকেন বিলি করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে লন্ডনের কোম্পানিটি। ইতিমধ্যেই 8 কোটির বেশি গ্রাহক এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন।
চলতি বছর এপ্রিলের মাঝামাঝি Sweat টোকেন লঞ্চের কথা জানিয়েছিল কোম্পানিটি। জানানো হয়েছিল ফোন সঙ্গে নিয়ে হাঁটলেই এই টোকেন সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করা যাবে। মানুষকে আরও স্বাস্থ্যকর অভ্যাসে আবদ্ধ করার জন্যই এই অ্যাপ নিয়ে আসা হয়েছে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে।
sweatcoin এর খবর ছিল বিশ্বের ইতিহাসে সবথেকে বড় ক্রিপ্টোকারেন্সি গিভঅ্যাওয়ে। এই সোয়েটকয়েন টোকেন ব্যবহার করে অনলাইনে বিভিন্ন মার্চেন্টের কাছ থেকে সহজে কেনাকাটা করা যাবে। তালিকায় রয়েছে Reebok, Sonos তাবড় কোম্পানির নাম।
কোম্পানির এই ঘোষণার পরেই ঝড়ের বেগে এই অ্যাপ ডাউনলোড হতে শুরু করে। ইতিমধ্যেই 8 কোটির বেশি মানুষ এই অ্যাপ নিজের ফোনে ডাউনলোড করেছেন।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে বিগত এক মাসে ৩৩৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। মাত্র এক সপ্তাহে ১কোটি নতুন গ্রাহক এই প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করেছেন। যে কোন ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে যা রেকর্ড।
লঞ্চের পরেই বিশ্বের 8 টি দেশের Play Store -এ জনপ্রিয়তম অ্যাপের তকমা পেয়েছে sweatcoin। এছাড়াও ৩৮ টি দেশে হেলথ ও ফিটনেস বিভাগে জনপ্রিয়তম অ্যাপের তকমা পেয়েছে অ্যাপটি।
ইতিমধ্যেই Play Store থেকে Android গ্রাহকরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। iOS গ্রাহকরা App Store থেকে ডাউনলোড করতে পারবেন sweatcoin। সম্পূর্ণ বিনামূল্যে এই দুই স্টোর থেকে এই ফিটনেস অ্যাপ ডাউনলোড করা যাবে। App Store এ এই অ্যাপের 4.6 ও Play Store-এ 4.5 স্টার রেটিং রয়েছে।
সূত্র: এই সময়
প্লে-স্টোর থেকে সরানো হবে ৯ লাখের বেশি অ্যাপ, বড় সিদ্বান্ত গুগলের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।