আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকে পরিচয় হয়েছিল। তার পর ক্রমে মন দেওয়া-নেওয়া। সেই ফেসবুক-বন্ধুকে বিয়ে করতে সুইডেন থেকে ভারতের উত্তরপ্রদেশে ছুটে এলেন তরুণী। হিন্দু রীতি মেনে মালাবাদল করে বিয়ে সারলেন দুই জন। সেই ভিডিও ভাইরাল।
শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের ইটাওয়ার একটি স্কুলে চার হাত এক হয়েছে ক্রিস্টেন লিবার্ট এবং পবন কুমারের। পবনের গলায় মালা দেবেন বলে সুইডেন থেকে এসেছেন ক্রিস্টেন। এএনআই বিয়ের ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, ক্রিস্টেন লাল লেহঙ্গা-চোলি পরে বধূ সেজেছেন। হাতে মালা। পবন বরের বেশে।
২০১২ সালে দুই জনের আলাপ হয় ফেসবুকে। পবন দেহরাদূনের একটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন। এখন একটি সংস্থায় চাকরি করেন। বিয়ে নিয়ে পবনের পরিবারের কখনওই কোনও আপত্তি ছিল না। পবনের বাবা গীতম সিং জানিয়েছেন, তার সন্তানের ইচ্ছা মেনে নিয়েছেন তাঁরা। গীতমের কথায়, ‘‘এই বিয়েতে আমাদের পূর্ণ সম্মতি ছিল।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।