জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন নগরকান্দা বিএনপি’র নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগরকান্দা উপজেলা ও পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় যুবদল নেতাকর্মীরা এবং বিকাল ৪ টায় সদর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এ সমাবেশে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান, হেলালউদ্দীন হেলাল,রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু,স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান মিরান,খালিদ হোসেন,জামাল মাতুব্বর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক ইলিয়াস হোসেন কর্তৃক বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচার করেছে। সাংবাদিক ইলিয়াস হোসেনকে ভুল স্বীকার করে বিবৃতি দেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গ, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ভিডিও বার্তায় বলেন, শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে তথ্য পাচার করে এবং শেখ হাসিনার সাথে শামা ওবায়েদের কথা হয়, বিএনপি সতর্ক থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।