লাইফস্টাইল ডেস্ক : বেগুন গোল করে কেটে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও কর্ন ফ্লাওয়ার দিয়ে মেখে তেলে ভেজে নিন। কর্ন ফ্লাওয়ার কোট করে ভাজলে রান্নার সময় ভেঙে যাবে না বেগুন।
প্যানে তেল গরম করে দুই টুকরা দারুচিনি ও লবঙ্গ ভেজে নিন। আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে থাকুন। ১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা দিন। মসলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নাড়ুন। এরপর সামান্য পানি দিয়ে আধা চা চামচ করে দিন ধনিয়া ও জিরার গুঁড়া। ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া ও লবণ দিন। টমেটো সস ও একটা টমেটো কুচি করে দিয়ে দিন। স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে ঢেকে কষান মসলা। তেল ভেসে উঠলে ভেজে রাখা বেগুন ও আধা কাপ পানি দিন। জ্বাল বাড়িয়ে ঢেকে দিন প্যান। যতটুকু ঝোল খেতে চান ততটুকু ঝোল রাখুন। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।