জুমবাংলা ডেস্ক : ঈদুল আজহার আগে ১২ লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের কর্মকাণ্ড, তার পরিচয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অপসারিত) মো. মতিউর রহমানকে নিয়ে একাধিক বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সাইয়েদ আব্দুল্লাহ’র ফেসবুক আইডি স্থগিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ইফাতের ছাগলকাণ্ডের ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে ইফাতকে ছেলে নয় বলে অস্বীকার করেন এনবিআর সদস্য মতিউর রহমান। কিন্তু সাইয়েদ আবদুল্লাহর অনুসন্ধান ও গণমাধ্যমের খবরে বেরিয়ে আসে এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাত।
এ ঘটনায় গত রোববার মতিউরকে এনবিআরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৪ জুন) তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরানো হয়।
ফেসবুক অ্যাকাউন্ট হারানোর বিষয়ে সাইয়েদ আবদুল্লাহ বলেন, আগের আইডির জন্য প্রথম দিকে আপিল করা যাচ্ছিল না। এখন আপিল করার যোগ্য এবং আপিল করা হচ্ছে খুব সিরিয়াসলি। এটা খুবই টার্গেটেডভাবে ভাড়া করা লোক দিয়ে সাইবার অ্যাটাক করা হয়েছিল।
সাইয়েদ আবদুল্লাহর অ্যাকাউন্ট কেন স্থগিত করা হয়েছে, তা জানতে গতকাল রোববার বাংলাদেশে নিয়োগকৃত জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কাছে ই-মেইল করা হয়। সোমবার ঐ জনসংযোগ প্রতিষ্ঠান জানিয়েছে, ফেসবুক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।